Thread Rating:
  • 159 Vote(s) - 3.41 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
WRITER'S SPECIAL গোলকধাঁধায় গোগোল (সমাপ্ত)
এমনিতেই এই মুহূর্তে সে একা আছে .. তার উপর 'অন ডিউটিতে' নেই। এখন যদি রাজু দল-বল নিয়ে এসে তার উপর চড়াও হয় তাহলে মানসম্মান নিয়ে এখান থেকে ফেরা মুশকিল হয়ে যাবে তার পক্ষে। তাই আর বাগবিতণ্ডায় না গিয়ে গলাটা একটু নরম করে সন্দীপ বললো "আরে বাবা আমি এমনি জিজ্ঞাসা করছি .. ওকে তো আগে এখানে দেখিনি, তাই জানতে চাইছি ওর বাড়ি আছে, নাকি রাস্তাতেই থাকে?"


সাব-ইন্সপেক্টর গলার স্বর নরম করায় রাজুও স্বাভাবিকভাবেই বললো "নাহ্ বাড়িঘর কিছু নেই .. ও রূপসা .. বেশ কয়েকদিন হলো হীরাবাঈয়ের কোঠা থেকে বিতাড়িত হয়ে কোথায় যেন চলে গিয়েছিল। আজ সকাল থেকেই ওকে এখানে দেখছি .. ব্যবস্থা অবশ্যই একটা নেওয়া হবে।"

"ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না .. যদি একটু খোলসা করে বলো তাহলে খুব ভালো হয় রাজু ভাই .." ব্যাপারটার মধ্যে একটা রহস্যের গন্ধ পেয়ে গলায় যেন আরো কিছুটা মধু ঢেলে কথাগুলো বললো সন্দীপ।  

"কি আর বলবো স্যার .. খুবই দুঃখজনক ঘটনা। বলতেও খারাপ লাগে, ভাবতেও খারাপ লাগে। তখন আমরা খুব ছোট, পরবর্তীতে স্বপন কাকার মুখে যেটুকু শুনেছি .. গ্রামের সহজ-সরল মেয়ে রূপশ্রীকে ফুঁসলিয়ে বিয়ে করে তার স্বামী বিয়ের প্রথম রাতেই তাকে মালবাজারে হীরাবাঈয়ের কোঠায় বিক্রি করে দেয়। এখানে আসার পরে প্রথম বেশ কয়েকটা রাত সদ্য কুড়িতে পা দেওয়া মেয়েটির রাগ, তেজ, ক্ষোভ, বিদ্রোহ অতিমাত্রায় প্রকাশ পেলেও পরবর্তীতে কোঠার মালকিন কর্তৃক অত্যাধিক প্রহার এবং দুর্বৃত্তদের দ্বারা উপর্যুপরি বলপূর্বক সম্ভোগের ফলে অনেকটা স্তিমিত হয়ে এসেছিলো মেয়েটির প্রতিবাদ। হয়তো সবকিছুই তার নিষ্ঠুর ভাগ্যের পরিহাসের উপর ছেড়ে দিয়েছিলো সে। সময় যত গড়িয়েছে কোঠার পরিবেশের সঙ্গে ততটাই মানিয়ে নিয়েছে সে। রূপশ্রী থেকে পাল্টে রূপসা হয়ে যায় তার নাম। এক সময় এই মহিলা রাজ করেছে হিরাবাঈয়ের কোঠায়। যৌবনকালে রূপসা এলাকার বিধায়ক মানিক সামন্তর বাঁধা মেয়েমানুষ ছিলো। কিন্তু এই পেশায় শরীরের বয়স বাড়লে সে মূল্যহীন হয়ে পড়ে। রূপসার ক্ষেত্রেও তেমনটাই ঘটেছিল। তবে মানিক সামন্ত তার নৌকার দড়ি অন্য ঘাটে বাঁধলেও, এতদিন বঞ্চিত থাকা অন্যান্য কাস্টমারের দ্বারা টুকটাক রোজগার হচ্ছিলো রূপসার। কিন্তু ভাগ্যের এই নিষ্ঠুর পরিহাসে বাধ সাধলো তার শরীর। জটিল যৌনরোগ ধরা পড়লো রূপসার .. ব্যাস আর কি .. হীরাবাঈয়ের কোঠার প্রতি এই মহিলার এতদিনের কন্ট্রিবিউশন ভুলে গিয়ে তাকে তাড়িয়ে দেওয়া হলো ওখান থেকে। বাকিটা তো দেখতেই পারছেন।" সবিস্তারে জানালো রাজু।

"ওহ্ .. জটিল যৌনরোগ মানে তো মাগীটার এইডস হয়েছে মনে হয়, তাই না? তা তো হবেই, কোন কাস্টমার কখন প্রটেকশন ছাড়া ঠেপে দিয়ে চলে যাচ্ছে, কার কি রোগ আছে ভগবান জানে। সেখান থেকেই তো রেন্ডিগুলোর এইসব অসুখ হয়। এদের মধ্যে আবার অনেকে সেইসব রোগের কথা চেপে রেখে আমাদের সমাজের আরো ক্ষতি করে। এটা একটা ক্রাইম, ঠিক করেছে মাগীটাকে তাড়িয়ে দিয়েছে ওখান থেকে। আমি এখনই আমার হায়ার অথরিটিকে জানিয়ে এসব ফালতু এলিমেন্টকে এখান থেকে সরানোর ব্যবস্থা করছি।" তাচ্ছিল্য ভরে কথাগুলো বলছিলো সন্দীপ। 

"এই ভুলটা করার একদম চেষ্টা করবেন না ইন্সপেক্টর সাহেব। এটা রেলপাড় এলাকা .. এখানে আমার ইচ্ছার বিরুদ্ধে গাছের একটা পাতাও নড়ে না। রাস্তার ধারে ওঁকে ওইভাবে বসে থাকতে দেখে হঠাৎ করেই আপনার গাড়ি থামিয়ে নেমে পড়া, তারপর রাজুর দোকান থেকে সিগারেট কিনে আড়চোখে ওঁর দিকে তাকিয়ে স্মোকিং করতে থাকা .. আপনার এই সমস্ত কার্যকলাপ আমি এতক্ষণ দূর থেকে লক্ষ্য করছিলাম। অসুখটা শুনেই মজা চটকে গেলো তাই না? যে বদ মতলব নিয়ে আপনি প্রশ্নগুলো করছিলেন রাজুকে, যেই শুনলেন সেটা আর সম্ভব নয় তখনই নীতি-পুলিশগিরি শুরু হয়ে গেলো? আমি একটু আগেই খবর পেলাম .. তাই সঙ্গে করে জামাকাপড় নিয়ে এসেছি ওঁকে দেওয়ার জন্য। তারপর একটা পুনর্বাসনের ব্যবস্থা ঠিক আমরাই করে দেবো। এই বিষয়ে আপনার মাথা ঘামানোর দরকার নেই। এখন কেটে পড়ুন এখান থেকে।" হঠাৎ করে আবির্ভূত হয়ে গম্ভীর গলায় কথাগুলো বললো গোগোল।

একদা তার বন্ধু এবং বর্তমানে তার সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী অনির্বাণের মুখে কথাগুলো শুনে রাগে অপমানে গা জ্বলে উঠলো সন্দীপের। কিছু একটা বলতে যাচ্ছিলো, সেই মুহূর্তে পকেটে থাকা মোবাইল ফোনটা বেজে উঠলো তার। সাইডে গিয়ে ফোনটা রিসিভ করে দু-একটা কথা বলার পর গোগোলের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে গাড়িতে উঠে বেরিয়ে গেলো সন্দীপ।

★★★★

বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে এসেছে। গোগোলের বিশ্বস্ত বন্ধু মাছ ব্যবসায়ী সুবীরের সন্ধ্যের পর থেকে সেই অর্থে ব্যবসা সংক্রান্ত কোনো কাজ থাকে না। বাস থেকে লোকটা গঙ্গানগর টার্মিনাসে নামার পর থেকেই তার দিকে নজর রেখেছে সুবীর। কারণ লোকটাকে কিছুটা দিশেহারা মনে হচ্ছে তার। মাঝবয়সী শীর্ণকায় লোকটা যে স্থানীয় নয়, তা তার হাবভাবই বলে দিচ্ছে। এইসময় টার্মিনাসের চারিদিকে বেশ ভিড় থাকে। খবরটা আগে থেকেই ছিলো, তাই সুবীরের নজর তার মধ্যেও গুরুত্বপূর্ণ জিনিসটাকে খুঁজে নিয়েছে। সেটা হলো লোকটার হাতে থাকা একটা ব্রিফকেস।

 টার্মিনাস থেকে বড়বাজারের চৌমাথার মোড় পর্যন্ত যাওয়ার পথে ভিড়ের মধ্যে লোকটা বারবার তার হাতের ব্রিফকেসটার দিকেই তাকাচ্ছে। সুবীর লক্ষ্য করলো লোকটার কপাল-গাল-মুখ বেয়ে বেশ ঘাম ঝরছে। তার মানে খবরটা সম্ভবত পাকা, সেইজন্যেই ভিড়ের মধ্যে অতি সতর্কিত লোকটা। ভিড় ঠেলে চৌমাথার মোড়ে এসে দ্রুত এগিয়ে গেলো ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। এখনই তাড়াহুড়ো করলে হবে না, ধীরেসুস্থে কার্যসিদ্ধি করতে হবে। ছায়ার মতো লোকটার পিছু নিলো সুবীর।

লোকটা প্রি-পেইড ট্যাক্সি স্ট্যান্ডের কাউন্টারে এসে ট্যাক্সি বুকিংয়ের জন্য কাউন্টারে কথা বলতে লাগলো। ঠিক তখনই চুপিসারে তার একেবারে গা ঘেষে দাঁড়ালো সুবীর। ট্যাক্সির ভাড়া ঠিক হওয়ার পর নিজের প্যান্টের পেছনের পকেট থেকে মানিব্যাগ বের করে ট্যাক্সি ভাড়া দেওয়ার জন্য দুটি হাত ব্যবহার করতে হবে বলে লোকটা মুহুর্তের জন্য তার হাতের ব্রিফকেসটা মাটিতে নামিয়ে রাখলো .. ব্যাস, ওইটুকু সময়ই যথেষ্ঠ। তৎক্ষণাৎ ব্রিফকেসটা তুলে নিয়ে দ্রুত দৌড়োতে লাগলো সুবীর। লোকটাও সেই মুহূর্তে নিজের ব্রিফকেস তুলতে গিয়ে দেখলো সেটা নেই, সঙ্গে সঙ্গে ঘাড় ঘোরাতেই সে দেখতে পেলো একটা অল্পবয়সী গাট্টাগোট্টা ছেলে সেটা নিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যাচ্ছে। লোকটাও ‘চোর চোর’ বলে চেঁচিয়ে সুবীরের পেছনে দৌড়ালো। এমনিতেই ভারী চেহারা, বেশি দৌড়ালে হাঁপিয়ে যায়। এমত অবস্থায় টার্মিনাস চত্বরের বাইরের দিকে গেলে তাকে ধরে ফেলা সহজ হবে, তাই বাস টার্মিনাসের দিকে যাওয়া যাত্রীদের ভিড়টাকে কাজে লাগিয়ে তাদের মধ্যে গা ঢাকা দিয়ে থাকার চেষ্টা করলো সুবীর। লোকটাও তাকে ধাওয়া করতে করতে সেই ভিড়ের কাছাকাছি এসে খেই হারিয়ে ফেললো। এতবড় বাস টার্মিনাসে লোকটার ‘চোর চোর’ বলে চেঁচানো স্বত্ত্বেও দূরপাল্লাগামী বাসের যাত্রী হতে যাওয়া বা বাস থেকে নেমে বড় রাস্তার দিকে আসা যাত্রীদের মধ্যে কেউ তার কথায় কর্ণপাত করছিলো না। সবাই কলের পুতুলের মতো শুধু নিজের নিজের কাজ-গন্তব্য নিয়ে ব্যস্ত। 

লোকটা এদিক ওদিক তাকিয়ে সুবীরকে দেখতে না পেয়ে আবার অন্যদিকে তাকে খোঁজার জন্য এগোলো। লোকটার মুখচোখের অবস্থা বারবার বলে দিচ্ছে তার মনের মধ্যে বিশাল উৎকণ্ঠার উথাল-পাথাল চলেছে। এতক্ষণে দূরপাল্লার বাসগুলো সব ছেড়ে দিয়েছিলো। নতুন কোনো বাসের আগমনও ঘটেনি এখনো .. তাই আশেপাশের ভিড় বেশ কিছুটা হাল্কা হয়ে গিয়ে চারপাশ অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে। সেই মুহূর্তে লোকটা দেখতে পেলো কিছুটা দূরে দাঁড়িয়ে সুবীর তার হাতে ব্রিফকেসটা নিয়ে দু'জন লোকের সঙ্গে কথা বলছে। "ওই তো আমার ব্রিফকেস আর এই তো সেই চোর .." এই বলে দ্রুতপায়ে এগিয়ে এলো সে। ব্রিফকেসটা পুনরায় দেখতে পাওয়ার উত্তেজনায় সুবীরের সঙ্গে দাঁড়িয়ে থাকা দু'জন লোকের পোশাকের দিকে সেভাবে তাকায়েনি লোকটি। অতঃপর সুবীরের আরো কাছে এসে থমকে গেলো সে .. দু'জন পুলিশের ইউনিফর্ম পড়া লোক দাঁড়িয়ে আছে।

দু'জনের মধ্যে পুলিশের পোশাক পড়া প্রথমজন লোকটাকে দেখে জিজ্ঞাসা করলো "এই ব্রিফকেস আপনার?’' লোকটা সুবীরের হাতের ব্রিফকেসটার দিকে তাকালো, তারপর পুলিশদের দিকে একটা কম্পিত দৃষ্টি দিয়ে বললো, "আজ্ঞে হ্যাঁ, এটা আমার। ওই প্রি-পেইড ট্যাক্সি স্ট্যান্ডে ভাড়া মেটানোর সময় এই ছোকরা নিয়ে পালিয়েছিলো, সেই থেকে আমি এই বাস টার্মিনাস জুড়ে হন্যে হয়ে ওকে খুঁজছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ ছেলেটিকে ধরার জন্য। এবার দয়া করে আমার জিনিস আমাকে দিয়ে দিন .. একটু তাড়া আছে।"

দ্বিতীয় পুলিশ কর্মীটি এবার কিছুটা গম্ভীর গলায় জিজ্ঞাসা করলো, '‘আরে এত তাড়া কিসের মশাই? কি আছে এই ব্রিফকেসে?’' লোকটা একটু আমতা আমতা করে জবাব দিলো "আজ্ঞে সেরকম কিছু নয়, একটা ফাইল আর জরুরী কিছু কাগজপত্র।" লোকটির কথা শোনার পর এবার প্রথমজন সুবীরের কাছ থেকে  ব্রিফকেসটা‌ নিয়ে একটু ঝাঁকিয়ে বললো '‘ফাইল বা কাগজের তুলনায় এটা বেশ ভারী। এতে অন্য কিছু আছে, আপনি যদি এটার মালিক হন তাহলে নিশ্চয়ই এর লকের চাবি আছে আপনার কাছে .. এটা খুলুন।" 

লোকটা কেমন যেন একটু ঘাবড়ে গেলো। সে বলে উঠলো, ‘'এটা আমার স্যার, আমি সত্যি কথাই বলছি। সেরকম কিছু নেই এটার মধ্যে .. অফিসের কনফিডেন্সিয়াল জিনিস তো সবার সামনে দেখানো উচিত নয়।" প্রথম পুলিশ কর্মীটি বললেন, "এই ছেলেটিও দাবী করছে এই ব্রিফকেসটা ওর। আমরা তো কাউকেই চিনি না, কি করে বুঝবো কে সত্যি বলছি আর কে মিথ্যে? আপনি হয় এর চাবি খুলুন, না হলে আমরা এটা বাজেয়াপ্ত করে নিয়ে যাচ্ছি। পরে থানায় এসে উপযুক্ত প্রমাণ দিয়ে এটাকে নিয়ে যাবেন।" 

‘"না না স্যার, আ..আমি খুলছি, এখনই খুলছি .." এই বলে লোকটা পকেট থেকে ব্রিফকেসের লকের চাবি বের করলো। ততক্ষণে পুলিশের আরও দু'জন কর্মী এবং তার সঙ্গে সিনিয়র ইন্সপেক্টর গোস্বামী অকুস্থলে এসে হাজির হয়েছেন। লোকটা ব্রিফকেসটা মাটিতে রেখে লকের মধ্যে ঢুকিয়ে আস্তে আস্তে চাবি ঘোরালো .. লক খোলার শব্দ হলো। তারপর বাইরের দিকের দুটো চাবি খুললো। পুলিশ কর্মীদের দিকে আড়চোখে তাকিয়ে হঠাৎ লোকটা ব্রিফকেসের ঢাকনা খুলে একটা রিভলবার বের করে আনলো। দৃশ্যটা দেখামাত্রই ওখানে উপস্থিত সুবীর আর বাকি পুলিশকর্মীরা কিছুটাই ইতস্ততঃ করে কয়েক পা পিছিয়ে গেলেও, মুহূর্তের মধ্যে যেন দেবদূতের মতো উদয় হয়ে গোগোল ঝঁপিয়ে পড়লো রিভলবারধারী লোকটার ওপর।

 ওই লোকটা তার রিভলবার থেকে একটা গুলিও চালালো, কিন্তু সেটা লক্ষ্যভ্রষ্ট হলো। ততক্ষণে গোগোল তাকে আষ্টেপিষ্টে জড়িয়ে ধরেছে। বাকি পুলিশকর্মীরা দ্রুত লোকটাকে কব্জা করে তার হাত থেকে রিভলবারটা ছিনিয়ে নিলো। "অনেক নাটক করেছো বাছাধন .. এইবার তোমার খেল খতম .." এই বলে সিনিয়র ইন্সপেক্টর মিস্টার গোস্বামী লোকটার ব্রিফকেসের ভেতরে তাকাতেই তার মধ্যে বেশ কিছু মোটা মোটা সাদা পাউদারের প্যাকেট দেখতে পেলেন। একটা প্যাকেট বের করে সেটার প্লাস্টিক কভার খুলে ভেতরে একটু শুঁকে নিয়েই বললেন, '‘এ তো নিষিদ্ধ ড্রাগস মনে হচ্ছে .. তাও আবার বেশ ভালো পরিমাণে। খবরটা তার মানে একশো শতাংশ সত্যি। থ্যাঙ্ক ইউ  অ্যান্ড হ্যাটস অফ টু ইউ অনির্বাণ এন্ড কোং .. এই সবকিছুই আজ সম্ভব হয়েছে তোমাদের নির্ভীক সাহসিকতার জন্য .. এর পুরস্কার তোমরা অবশ্যই পাবে।"

তারপর নিজের অধস্তন কর্মীদের লোকটাকে দেখিয়ে বললেন, "ইমিডিয়েটলি এরেস্ট করো একে। এর কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে এর পেছনের আসল মাথাটি কে .. সেই তথ্য বের করতে হবে। এছাড়া নারকোটিক্স বিভাগকেও খবর দিতে হবে দ্রুত।" সিনিয়র ইন্সপেক্টর গোস্বামীর অর্ডার পেয়েই উপস্থিত পুলিশকর্মীদের একজন গোগোলের বাহুবন্ধন থেকে মুক্ত করে লোকটিকে বামাল সমেত নিয়ে গেলো থানায়।

কামরাজের বাড়িতে দুপুরে খাওয়ার নিমন্ত্রণ থাকলেও, নিজের কোয়ার্টারে ফিরতে ফিরতে সন্ধ্যে হয়ে গিয়েছিল সন্দীপের। তার চোখমুখের চেহারা কিরকম যেন পাল্টে গিয়েছিলো। "ইতনা দের লাগিয়ে দিলেন স্যারজি .. পুলিশ স্টেশন সে আপকে লিয়ে ফোন আয়া থা .. ওরা বলছিল কি আপনার মোবাইল সুইচ অফ আছে। কুছু খাবেন? চা বানিয়ে দেবো?" বৃদ্ধ আর্দালির এই প্রশ্নে বিরক্ত হয়ে "যাও এখান থেকে .. বিরক্ত করো না .." এইটুকু বলে বাথরুমে ঢুকে গেলো সন্দীপ।

(ক্রমশ)


ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন
লাইক এবং রেপু দিয়ে উৎসাহিত করবেন

[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 15 users Like Bumba_1's post
Like Reply


Messages In This Thread
RE: গোলকধাঁধায় গোগোল (চলছে) - by Bumba_1 - 30-11-2022, 08:58 PM



Users browsing this thread: 57 Guest(s)