30-11-2022, 12:40 PM
ঘরে পালিয়ে এসে নিজেকে ওই এক কোণে টাঙানো পুরানো আয়নাটায় ভালো করে দেখেছিলাম সেদিন। এর আগেও কতবার ওটায় দেখেছি নিজেকে। ইচ্ছে করেনি বেশিক্ষন ওটার সামনে দাঁড়িয়ে থাকতে। কিন্তু কর্তা মায়ের মুখে নিজের প্রশংসা শুনে যেন নিজেকে দেখতে খুব ইচ্ছে জেগেছিলো।
কাল আসছে শেষ পর্ব