29-11-2022, 10:24 PM
(29-11-2022, 03:11 PM)Bumba_1 Wrote:
তৃষিত বুকে ভাঙ্গা-গড়ার খেলা চলছে অবিরত। চাঁদের আলো কেঁপে ওঠে অজানা এক সঙ্কেতে। রূপকথারা প্রেম লিখে যায় কাব্য গাঁথা মালায়, না বলা স্বপ্নগুলো তুষের অনল জ্বালায়। ঈশান কোণের মেঘের রামধনু রঙ ছুঁয়ে দেখার বড্ড সাধ। সন্ধ্যাবেলা শঙ্খের আওয়াজে ছুটে যায় পাবে বলে পরশ। ইচ্ছেরা কথা কয় সঙ্গোপনে ধ্রুবতারার সাথে একলা ভাসবে বলে। বুকের মণিকোঠায় জমাটকষ্ট এখনও বাঁধ ভাঙ্গেনি চোখের জলে, যদি কখনো দেখা হয়ে যায় সেই বালুকাবেলায়।
বাকিটা জানতে হলে পড়তে হবে সিঁদুরে মেঘমূল উপন্যাসঃ- গোলকধাঁধায় গোগোল
আগামীকাল রাত থেকে শুরু হবে ক্লাইম্যাক্সের পর্বগুলি
উফফফফফ কিসব লাইন। সাংঘাতিক clp);
অপেক্ষায় আসন্ন দুর্দান্ত পর্বের।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)