29-11-2022, 04:34 PM
[quote pid='5028623' dateline='1668622935']
দিগা বাবা অবশ্য ফিরে গিয়েছিলেন খানিক আগে। সন্ধ্যে নামার আগেই পাহাড়ে তার বাসস্থান থেকে নিয়ে এসেছেন এক ধরনের ছোট ছোট গুলি। সঙ্গে কিছু গোলমরিচের মত দানাদার ফল। বলেছেন কাবেরীকে এই গুলিগুলো চারবেলা খেতে, তার সাথে সকালে খালি পেটে দানাদার ফলগুলো বেটে উসুম গরম জলে মিশিয়ে পান করতে। প্রতি চার ঘণ্টা অন্তর শিশুকে তার শুষ্ক স্তন চুষতে দিতে। তাহলেই নাকি কাবেরীর মধ্যবয়স্কা স্তন আবার ভরে উঠবে সুধামৃতে। মরচে পড়া বৃন্তদুটি হতে বইবে ফল্গুধারা। কাবেরী অনিশ্চিত, সে জানে না দিগা বাবার যাদুতে সে আবার স্তন্যদায়িনী হতে পারবে কিনা। তবুও সে উদগ্রীব ক্ষুধার্ত শিশুর ক্ষুধা নিবারণ করতে, অসুস্থ মায়ের বুকের দুধ টুনিকে ক'টা দিন খেতে হবে বলে তার অস্বস্তি হচ্ছে।
[/quote]
লেখকে মরমী কলম আবার উদ্দীপ্ত। এবারে নারী মাতৃরূপা।
দিগা বাবা অবশ্য ফিরে গিয়েছিলেন খানিক আগে। সন্ধ্যে নামার আগেই পাহাড়ে তার বাসস্থান থেকে নিয়ে এসেছেন এক ধরনের ছোট ছোট গুলি। সঙ্গে কিছু গোলমরিচের মত দানাদার ফল। বলেছেন কাবেরীকে এই গুলিগুলো চারবেলা খেতে, তার সাথে সকালে খালি পেটে দানাদার ফলগুলো বেটে উসুম গরম জলে মিশিয়ে পান করতে। প্রতি চার ঘণ্টা অন্তর শিশুকে তার শুষ্ক স্তন চুষতে দিতে। তাহলেই নাকি কাবেরীর মধ্যবয়স্কা স্তন আবার ভরে উঠবে সুধামৃতে। মরচে পড়া বৃন্তদুটি হতে বইবে ফল্গুধারা। কাবেরী অনিশ্চিত, সে জানে না দিগা বাবার যাদুতে সে আবার স্তন্যদায়িনী হতে পারবে কিনা। তবুও সে উদগ্রীব ক্ষুধার্ত শিশুর ক্ষুধা নিবারণ করতে, অসুস্থ মায়ের বুকের দুধ টুনিকে ক'টা দিন খেতে হবে বলে তার অস্বস্তি হচ্ছে।
[/quote]
লেখকে মরমী কলম আবার উদ্দীপ্ত। এবারে নারী মাতৃরূপা।