28-11-2022, 08:56 PM
অচেনা আগুন্তক আলেয়াকে অতিক্রম করে সামনে এগোতেই পেছন থেকে আলেয়া হাতের লাঠি টা দিয়ে সজোরে পিঠে আঘাত করে। আঘাতে প্রচন্ডতায় আম্মাআআআ গো বলে একটা আর্তনাদে ভারী হয়ে উঠে পরিবেশ। পেছন ফেরে তাকাতেই যন্ত্রনায় কাতরাতে থাকা মুখটা সামনে ভেসে উঠতেই আলেয়া চমকে উঠে, শারীরিক প্রতিক্রিয়ায় নিয়মেই হাত থেকে লাঠিটা পড়ে যায়।
আপডেটের জন্য প্রস্তুতি শেষ। আগামীকাল রাতেই আসছে গল্পের নতুন পর্ব....