28-11-2022, 11:45 AM
(28-11-2022, 12:35 AM)Avishek Wrote: নন ইরোটিক বেশ কয়েকটা লিখলেও এমন গল্প আগে পাইনি আপনার থেকে। যেমন পোস্টার তেমনি লেখা। আপনার পোস্টার গুলো ব্যাপক হয়। একজন নারীর দৃষ্টিভঙ্গি থেকে তার জীবনের রূপটা যেভাবে ফুটিয়ে তুললেন উফফফফ!! তবে মাত্র দুটো পর্বে শেষ হয়ে যাবে? আরও কয়েকটা পর্ব বাড়ানো যায়না? খুব সুন্দর লাগলো প্রথম পর্ব।
অনেক ধন্যবাদ গল্পটি পড়ার জন্য। হটাৎই মাথায় আসলো আর অপেক্ষায় না থেকে লিখে ফেললাম। আমি তো এক পর্বেই কাজ সারবো ভেবেছিলাম কিন্তু লিখতে গিয়ে দেখলাম আরও একটা লাগবে। এটি কোনো বড়ো গল্প নয়, সেই ভেবে লেখাও নয়। তাই বলপূর্বক টেনে লম্বা করার মানেই হয়না। বড়ো গল্পে হাত দেওয়া আর হবে কিনা জানিনা। অনেকগুলোই তো হলো এতদিনে।
প্রচ্ছদ আমার কাছে একটা কমজুরি। বোধহয় আমিই ছিলাম যে গল্পের সহিত নিজের বানানো পোস্টারও সংযোজন করতাম। সাথে আরও যারা নিজ ক্ষমতায় যোগ্য তাদেরও বলেছি নিজের গপ্প ও পর্বের জন্য প্রচ্ছদ বানাতে। ওটা কোথাও যেন গল্পকে আলাদা মাত্রা দেয়। ♥️