27-11-2022, 06:06 PM
(24-11-2022, 08:46 PM)Bumba_1 Wrote: "চুপ শালা .. এটা ডায়লগ দেওয়ার সময় নয়। এখানে কাজ করতে হয় মুহূর্তের মধ্যে। এই যুদ্ধে যো জিতা ওহ সিকান্দার, না হলে সবকিছু ফক্কা। তুই আমাকে কি মারবি? এই সময় শুধু তুই কেন, তোর মতো হাজারটা ওসমান মন্ডলে এলেও আমার কিচ্ছু করতে পারবে না। আমার শরীরে এখন অসুরের শক্তি। বিশ্বাস হচ্ছে না? দেখবি?" এই বলে মাটিতে পড়ে যাওয়া ওসমানের বুকের উপর এক লাফে চেপে বসলো গোগোল। একশো হাতির বল গায়ে থাকা যমদূত ওসমানের পক্ষে অপূর্বকে নিজের উপর থেকে ঠেলে সরানো কিছুতেই সম্ভবপর হচ্ছিল না।
ওরেব্বাস, যেন চোখের সামনে দেখছি!