27-11-2022, 03:40 PM
(27-11-2022, 11:54 AM)Somnaath Wrote: প্রচ্ছদ up to the mark হয়নিSad তবে গল্পটা ছোট হলেও দুর্দান্ত হয়েছে, সামান্য হলেও ভয় পেয়েছি clp); সর্বগুণসম্পন্ন লেখক বোধহয় একেই বলে। ভবিষ্যতে এরকম আরো গল্প চাই।
না না, এইসব ভুলভাল লেখায় কি আর গুণ প্রকাশ পায়? এগুলো হলো নেই কাজ তো খই ভাজ টাইপের লেখা। আমার থেকে অনেক ভালো এবং গুণী লেখক আছেন এই ফোরামে .. already যাদের মধ্যে দু'জন এই গল্পে মন্তব্য করেছেন। :)
প্রচ্ছদ পছন্দ হয়নি বলছিলে .. তাই অন্য একটি দিলাম .. দেখে জানিও এটা পাতে দেওয়ার যোগ্য কিনা।
