27-11-2022, 03:09 PM
(27-11-2022, 10:38 AM)kumdev Wrote: চতুশ্চত্বারিংশৎ অধ্যায়হুমম এর নাম প্র্যাকটিক্যালি শেখা।
আজ ট্রেনিং-র শেষ দিন।এ-কদিনে যা আলোচনা হল তা তার কি কাজে লাগবে।দত্তক বাভ্রব্য কোকা পণ্ডিত বাৎসায়ন অনেক ঋষি মুনির কথা শোনা হল।কামশাস্ত্র এত বিশাল জানা ছিলনা।মুনি ঋষিরা বিষয়টি নিয়ে এত ভেবেছেন যখন নিশ্চয়ই বিষয়টির গুরুত্ব আছে।যারা দাম্পত্য জীবন যাপন করে তাদের কজন এইসব তত্ত্বকথা জানেন।তবু তারা সুখে জীবনাতিপাত করে।যত জানছে নিজেকে তত ছোটো মনে হয়।কবি বলেছেন,"বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি।" যথার্থ্যই বলেছেন জানার শেষ নেই।মেসের সবাই বেরিয়ে গেছে সুখ বেরোবার জন্য তৈরী হতে থাকে।বালিশের নীচ থেকে টাকাগুলো বের করে গুনলো। মোটামুটি শ-পাচেক টাকা জমেছে।মেসের টাকার ব্যবস্থা হয়ে গেছে। সুখর চিন্তা ট্রেনিং-এর পর কি হয়।বিশেষ করে বেতন কতটাকা হবে।কিছু টাকা জমলেই আর এখানে নয়।পাঁচ-ছ হাজারও যদি মাস গেলে পাওয়া যায় সুখর আপত্তি নেই।মায়ের ইচ্ছে ছিল তার মনু বাবার মত অধ্যাপনা করুক।হাতের তালুর পিছন দিয়ে চোখ মুছলো।