25-11-2022, 10:26 AM
(25-11-2022, 09:32 AM)Somnaath Wrote: তোমার লেখার মাধ্যমে পুরো ব্যাপারটা এতটাই জীবন্ত করে ফুটিয়ে তুলে ছিলে যে মায়াবন্দরের বাংলোর ওই রাতের ঘটনাটা পড়তে পড়তে গায়ে কাঁটা দিয়ে উঠছিল। তবে আগের পর্বের সব আলো যদি টগর নিয়ে যায়, আজকের পর্বের সমস্ত আলো নিয়ে গেলো হিয়া, she rocks
কিন্তু একটাই প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। গোগোল তো প্রতিজ্ঞা করেছে সে আর প্রাণঘাতী অস্ত্র তুলবে না, তাহলে কামরাজ আর মানিক সামন্ত শাস্তি পাবে কি করে?
তোমাদের মনে এইরকম প্রশ্ন যত উঁকিঝুঁকি মারা শুরু করবে, আমার লেখার সার্থকতা ততটাই গভীরভাবে প্রকাশ পাবে আশা করা যায়। আসলে তোমার এই প্রশ্নের যদি ঘুরিয়ে ফিরিয়ে, আকার ইঙ্গিতে কোনো উত্তর আমি দিই .. তাহলে রোমাঞ্চের পুরোটাই নষ্ট হয়ে যাবে। তাই শুধু বলবো সঙ্গে থাকো এবং পড়তে থাকো।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)