25-11-2022, 09:32 AM
তোমার লেখার মাধ্যমে পুরো ব্যাপারটা এতটাই জীবন্ত করে ফুটিয়ে তুলে ছিলে যে মায়াবন্দরের বাংলোর ওই রাতের ঘটনাটা পড়তে পড়তে গায়ে কাঁটা দিয়ে উঠছিল। তবে আগের পর্বের সব আলো যদি টগর নিয়ে যায়, আজকের পর্বের সমস্ত আলো নিয়ে গেলো হিয়া, she rocks
কিন্তু একটাই প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। গোগোল তো প্রতিজ্ঞা করেছে সে আর প্রাণঘাতী অস্ত্র তুলবে না, তাহলে কামরাজ আর মানিক সামন্ত শাস্তি পাবে কি করে?
কিন্তু একটাই প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। গোগোল তো প্রতিজ্ঞা করেছে সে আর প্রাণঘাতী অস্ত্র তুলবে না, তাহলে কামরাজ আর মানিক সামন্ত শাস্তি পাবে কি করে?