25-11-2022, 12:48 AM
(24-11-2022, 10:15 PM)Baban Wrote:আবারো মন জয় করা একটা পর্ব উপহার দিলো এই লেখক। যত পৃষ্ঠা পাল্টাচ্ছি ততই ডুবে যাচ্ছি এই মানুষগুলোর অন্তরের জগতে। ছোট বয়সের এমন মিষ্টি সুন্দর মুহূর্ত আর বিশেষ করে ওই মুহূর্তের মাঝে উপস্থিত এক রাজকন্যার সাথে বন্ধুত্ব যেন রাজকুমারকে সত্যিই মানুষ হয়ে উঠতে অনেক সাহায্য করেছিল।
বোধহয় মেয়ে মেয়েতে বন্ধুত্ব থেকে ছেলে মেয়ের বন্ধুত্ব অনেক বেশি গভীর হয়। হ্যা অবশ্যই দুই ছেলে একে ওপরের সাথে অনেক কিছুই ডিসকাস করতে পারে, প্রয়োজনে একে ওপরের জন্য অনেক কিছু করতে পারে কিন্তু একটা মেয়ে বোধহয় ওই বিপরীতে উপস্থিত বন্ধুর মস্তিস্ক ও হৃদয়ের ভেতরে গভীরে ঢুকে তাকে পরিপূর্ণ ভাবে চিনে প্রয়োজনে তাকে পাল্টে ফেলার ক্ষমতা রাখে।
তা সেখান থেকে যদি বন্ধুত্ব আরও গভীর হয়....... ক্ষতি কি? ♥️
একটা মানুষের জীবনে ছেলে বা মেয়ে দুই বন্ধুই গভীর হয়ে থাকে তবে মেয়ে বন্ধু হয়তো অনেকাংশে কিঞ্চিৎ এগিয়ে থাকে কারন ওদের ভাবনার ধরণ আর অন্যের মন পড়ার থিওরির জন্য।
আমার জীবনে এমন একজনের সান্নিধ্য পেয়েছি বলেই হয়তো আমার এমন মনে হতে পারে।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।