25-11-2022, 12:42 AM
মা না হতে পারলে নাকি নারী জনম সার্থক হয় না। সুজাতার হয়তো সেই অপবাদ টা থাকবে না ও গোগোলের মা হবার সবটাই করেছে। আজ ওদের অংশটুকু আলাদা নজর কেড়েছে প্রতিটা শব্দের ওজন আর বাক্যের মর্মার্থ হৃদয়ে গেথে গেছে।
মায়াবন্দরের কাহিনী আজ খোলাসা করে দিলে... সেই সাথে সেই রাতের লোমহর্ষক ঘটনা আবার চোখের সামনে ভেসে উঠলো।
হিয়া তো দেখি আজ ফুল ফর্মে চলে এসেছে সে কি টগর করে কাউন্টার দিদে চায় নাকি?? কামরাজ আর তার মেয়ের সামনে সপাটে বয়ান রেখেছে সাথে তো গোগোল কেউ ছাড়ে নি।
তবে নতুন দিদিমণির হুমকি টা তো হালকা করে নেয়া যাচ্ছে না।
মায়াবন্দরের কাহিনী আজ খোলাসা করে দিলে... সেই সাথে সেই রাতের লোমহর্ষক ঘটনা আবার চোখের সামনে ভেসে উঠলো।
হিয়া তো দেখি আজ ফুল ফর্মে চলে এসেছে সে কি টগর করে কাউন্টার দিদে চায় নাকি?? কামরাজ আর তার মেয়ের সামনে সপাটে বয়ান রেখেছে সাথে তো গোগোল কেউ ছাড়ে নি।
তবে নতুন দিদিমণির হুমকি টা তো হালকা করে নেয়া যাচ্ছে না।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।