24-11-2022, 10:15 PM
(This post was last modified: 24-11-2022, 10:18 PM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
আবারো মন জয় করা একটা পর্ব উপহার দিলো এই লেখক। যত পৃষ্ঠা পাল্টাচ্ছি ততই ডুবে যাচ্ছি এই মানুষগুলোর অন্তরের জগতে। ছোট বয়সের এমন মিষ্টি সুন্দর মুহূর্ত আর বিশেষ করে ওই মুহূর্তের মাঝে উপস্থিত এক রাজকন্যার সাথে বন্ধুত্ব যেন রাজকুমারকে সত্যিই মানুষ হয়ে উঠতে অনেক সাহায্য করেছিল।
বোধহয় মেয়ে মেয়েতে বন্ধুত্ব থেকে ছেলে মেয়ের বন্ধুত্ব অনেক বেশি গভীর হয়। হ্যা অবশ্যই দুই ছেলে একে ওপরের সাথে অনেক কিছুই ডিসকাস করতে পারে, প্রয়োজনে একে ওপরের জন্য অনেক কিছু করতে পারে কিন্তু একটা মেয়ে বোধহয় ওই বিপরীতে উপস্থিত বন্ধুর মস্তিস্ক ও হৃদয়ের ভেতরে গভীরে ঢুকে তাকে পরিপূর্ণ ভাবে চিনে প্রয়োজনে তাকে পাল্টে ফেলার ক্ষমতা রাখে।
তা সেখান থেকে যদি বন্ধুত্ব আরও গভীর হয়....... ক্ষতি কি? ♥️