24-11-2022, 09:48 PM
কি বলবো বুঝে উঠতে পারছিনা। তিনটে বিভাগ কে এমন ভাবে ফুটিয়ে তুল্লে যে একটানা পড়ে যাওয়া ছাড়া আর অবাক হওয়া ছাড়া কিছুই বলার নেই। মা আর ছেলের মাঝের ওই সম্পর্ক দুঃখ কষ্ট ভালোবাসা আবেগ যতটা বুকে মোচড় দেয় ততটাই বুকে ভয় ধরায় ওই মাঝের ভয়ানক লিখিত অংশ গুলো। বড্ড ভয়ঙ্কর ও অমানবিক। যদিও সেটাই কাম্য ওই মানুষ গুলোর জন্য কিন্তু আমাদের চেনা ওই পুচকে গোগোল বাবুসোনার বর্তমান হিংস্র রূপের মাধ্যমে এই কার্যসিদ্ধি বড়ো কষ্ট দেয়। না চাইতেও আজ সে এমন হয়ে উঠলো। যার হাত কাঁপেনা পৈশাচিক কিছু করতে। অবশ্যই শয়তানের বিনাশ করতে।
আর শেষের ওই দিদিমনির নজর আর গোগোলের পুরুষ হিসাবে কমল হয়ে যাবার মাঝে হিয়ার হিরোইন হয়ে ওঠার অংশটা ফাটাফাটি। যা শিক্ষা দিলো ওই যোগ্য পিতার যোগ্য কন্যাকে। একেবারে ড্যাডির রক্ত বয়ে যাচ্ছে দিদিমনির শরীরে। কামরাজ কে সামলাক গোগোল আর মেয়েকে হিয়া। কারণ এই বিশেষ ব্যাপারে গোগোল হয়তো খুব একটা কেরামতি দেখাতে পারবেনা। তাইতো এই বয়সে হিয়ার কাছে ঝাড় খেলো। বড্ড সুন্দর লাগলো শেষ অংশটা ♥️
আর শেষের ওই দিদিমনির নজর আর গোগোলের পুরুষ হিসাবে কমল হয়ে যাবার মাঝে হিয়ার হিরোইন হয়ে ওঠার অংশটা ফাটাফাটি। যা শিক্ষা দিলো ওই যোগ্য পিতার যোগ্য কন্যাকে। একেবারে ড্যাডির রক্ত বয়ে যাচ্ছে দিদিমনির শরীরে। কামরাজ কে সামলাক গোগোল আর মেয়েকে হিয়া। কারণ এই বিশেষ ব্যাপারে গোগোল হয়তো খুব একটা কেরামতি দেখাতে পারবেনা। তাইতো এই বয়সে হিয়ার কাছে ঝাড় খেলো। বড্ড সুন্দর লাগলো শেষ অংশটা ♥️