23-11-2022, 09:56 PM
(23-11-2022, 09:08 PM)nextpage Wrote:
কিরে সত্যিই তো আমি তোকে খুব জ্বালাতন করি তাই নারে!
(করুন মুখাবয়বের সাথে মিষ্টি একটা হাসিও যোগ হয়) হুম! তুই যেমন জ্বালাতন করিস তেমন মনের শান্তিটাও আমি তোর কাছেই পাই রে।
আমার ডান বাজুটা দু'হাতে নিজের নরম বুকের সাথে জড়িয়ে নিয়ে কাঁধে মাথা রাখে চুপচাপ বসে আছে। আর আমি পলকহীন দৃষ্টিতে ওর প্রশান্তিতে ছেয়ে থাকা মুখটার দিকে তাকিয়ে থাকি। ওর ঘন চুলের মাঝে নাক ডুবিয়ে দিয়ে সুরভিত ঘ্রান টা উপভোগ করতে থাকি
নতুন আপডেট একটু সময় নিলাম ফুটবল বিশ্বকাপ চলছে তো বুঝতেই পারেন। তবে এই গল্পের নতুন পর্ব আসতে চলেছে আগামীকাল, সঙ্গেই থাকুন।
সঙ্গে ছিলাম , আছি এবং থাকবো