22-11-2022, 09:02 PM
এই বিচটি বিদেশি পর্যটকদের ভীষণ প্রিয়। অক্টোবর থেকে ফেব্রুয়ারির ভরা মরসুমে এখানে অ্যাডভেঞ্চার স্পোর্টসের বন্দোবস্ত থাকে। স্রেফ শুয়ে-বসে দিন কাটানোর জন্যেও এই বিচটি বেশ চমৎকার। তবে যেটা না দেখলেই নয়, তা হল এখানকার সূর্যাস্ত। সৈকতের পশ্চিমে জলের ভিতর থেকে জেগে উঠেছে জোড়া পাহাড়। মাঝখানে রুপোলি সুতোর মতো জলের রেখা। আর রোজ ঠিক ওই ফাঁক গলেই টুপ করে জলের মধ্যে ডুব দেয় গনগনে লাল সূর্য। তার পরও বেশ কিছুক্ষণ আকাশে, সমুদ্রের জলে লেগে থাকে দিন শেষের লাল-গোলাপি আভা। এখানকার বেলা শেষের নয়নাভিরাম প্রাকৃতিক পরিবেশে মুগ্ধ হয়ে যায় মৌ।
উদ্যোক্তাদের কাছ থেকে অনি জানতে পারে ফ্রান্স , স্পেন , ইংল্যান্ড, নরওয়ে , ইতালি প্রভৃতি বিভিন্ন দেশ ও ভারতের বিভিন্ন প্রদেশ থেকে সাহিত্যিকরা এসেছেন এই সাহিত্য সভায় তাঁদের মৌলিক রচনা উপস্থাপন করতে। অনিও এই সভায় তার লেখা মৌলিক সাহিত্য এখানে পাঠ করবে। সকলের রচনা যাতে সকল ভাষাভাষী বুঝতে পারে তার ব্যবস্থা উদ্যোক্তারা করেছেন।
গোয়ার এক সাহিত্য পাগল মানুষ , যিনি এই প্রাইভেট বিচটার মালিক , তিনি প্রায় প্রতি বছরই এই সাহিত্য সভার আয়োজন করেন এবং এর সমস্ত ব্যয়ভার বহন করেন। অঢেল পয়সার মালিক - বিত্তবান মানুষের বিচিত্র এক খেয়াল। অনির খুব কাছের এক মানুষ এই বিত্তবান মানুষটির ঘনিষ্ঠ সার্কেলে আছেন। তাঁর সোর্সেই অনি এই সাহিত্য সভায় আমন্ত্রণ পেয়েছে।
এখানকার আমন্ত্রিত সাহিত্যিকদের মধ্যে মেয়ে-পুরুষ উভয়েই আছেন , তবে বেশিরভাগ জনই একা এসেছেন , অনির মতো দু-চারজন স্বস্ত্রীক এখানে এসেছেন।যাঁরা জোড়ে এসেছেন তাঁদের জন্য উদ্যোক্তারা পৃথক কটেজের ব্যবস্থা করেছেন। মৌরা সৈকতের একেবারে শেষ প্রান্তে যে কটেজে রয়েছে সেটি একেবারে নির্জন স্থানে অবস্থিত।
কটেজের অবস্থান জেনে নিয়ে অনি মৌকে কটেজের দিকে যেতে থাকে , লাগেজ কটেজের বেয়ারা পৌঁছে দেবে । অনি মৌয়ের একটা হাত জড়িয়ে ধরে বুকের কাছে টেনে আনে। মৌ অনির কাঁধে মাথা হেলিয়ে মিহি সুরে বলে --
-- “ কি সুন্দর মোহময়ী গোয়া , এখানে নিয়ে আসার জন্য থ্যাংকস হ্যান্ডসাম। ”
মৌ অনির আঙুল নিজের আঙুলের সঙ্গে পেঁচিয়ে নিয়ে ঠোঁটের কাছে নিয়ে চুমু খায়।
উদ্যোক্তাদের কাছ থেকে অনি জানতে পারে ফ্রান্স , স্পেন , ইংল্যান্ড, নরওয়ে , ইতালি প্রভৃতি বিভিন্ন দেশ ও ভারতের বিভিন্ন প্রদেশ থেকে সাহিত্যিকরা এসেছেন এই সাহিত্য সভায় তাঁদের মৌলিক রচনা উপস্থাপন করতে। অনিও এই সভায় তার লেখা মৌলিক সাহিত্য এখানে পাঠ করবে। সকলের রচনা যাতে সকল ভাষাভাষী বুঝতে পারে তার ব্যবস্থা উদ্যোক্তারা করেছেন।
গোয়ার এক সাহিত্য পাগল মানুষ , যিনি এই প্রাইভেট বিচটার মালিক , তিনি প্রায় প্রতি বছরই এই সাহিত্য সভার আয়োজন করেন এবং এর সমস্ত ব্যয়ভার বহন করেন। অঢেল পয়সার মালিক - বিত্তবান মানুষের বিচিত্র এক খেয়াল। অনির খুব কাছের এক মানুষ এই বিত্তবান মানুষটির ঘনিষ্ঠ সার্কেলে আছেন। তাঁর সোর্সেই অনি এই সাহিত্য সভায় আমন্ত্রণ পেয়েছে।
এখানকার আমন্ত্রিত সাহিত্যিকদের মধ্যে মেয়ে-পুরুষ উভয়েই আছেন , তবে বেশিরভাগ জনই একা এসেছেন , অনির মতো দু-চারজন স্বস্ত্রীক এখানে এসেছেন।যাঁরা জোড়ে এসেছেন তাঁদের জন্য উদ্যোক্তারা পৃথক কটেজের ব্যবস্থা করেছেন। মৌরা সৈকতের একেবারে শেষ প্রান্তে যে কটেজে রয়েছে সেটি একেবারে নির্জন স্থানে অবস্থিত।
কটেজের অবস্থান জেনে নিয়ে অনি মৌকে কটেজের দিকে যেতে থাকে , লাগেজ কটেজের বেয়ারা পৌঁছে দেবে । অনি মৌয়ের একটা হাত জড়িয়ে ধরে বুকের কাছে টেনে আনে। মৌ অনির কাঁধে মাথা হেলিয়ে মিহি সুরে বলে --
-- “ কি সুন্দর মোহময়ী গোয়া , এখানে নিয়ে আসার জন্য থ্যাংকস হ্যান্ডসাম। ”
মৌ অনির আঙুল নিজের আঙুলের সঙ্গে পেঁচিয়ে নিয়ে ঠোঁটের কাছে নিয়ে চুমু খায়।