20-11-2022, 05:09 PM
(20-11-2022, 03:36 PM)Somnaath Wrote: খবরটা শুনে মনটা খারাপ হয়ে গেলো। তুমি এখানে না দিল্লিতে? এখন লেখার তো কোনো দরকার নেই। বিশ্রাম করো, ডাক্তারের কথা মতো চলো আর টিভিতে বিশ্বকাপ ফুটবল দেখো। by the way , তোমার ফেভারিট কোন দেশ?
বিশ্রামের সময় বিশ্রাম , কাজের সময় কাজ .. এই নিয়েই তো জীবন। আর লেখার তো অবশ্যই দরকার আছে, তা না হলে তোমাদের মন খারাপ হবে যে .. তবে একটু দেরি হবে, সেটাই বললাম।
প্রিয় দেশ বলতে বিশ্বকাপে কাকে সাপোর্ট করি সেটাই জানতে চাইছো তো? বরাবর ফ্রান্স .. তার একটা কারণ যদি হয় ছোটবেলায় ফরাসি ভাষা নিয়ে পড়াশোনা করা এবং ফরাসডাঙ্গায় বসবাস করা, আর একটা কারণ অবশ্যই জিনেদিন জিদান।
(20-11-2022, 03:58 PM)Boti babu Wrote: আগে ভালো করে সুস্থ হও তারপর গল্প অপেক্ষা করবো।
খুব বেশি দেরি হবে না, দু-একদিনের মধ্যেই দেওয়ার চেষ্টা করবো পরবর্তী আপডেট।
(20-11-2022, 04:24 PM)ddey333 Wrote: তোমার রোগটা নিয়ে একটু পড়াশুনা করলাম , শারীরিক আর মানসিক বিশ্রাম হলো সব চেয়ে বেশি দরকার।
দেখো, সব কঠিন থেকে কঠিনতর অসুখেই শারীরিক এবং মানসিক বিশ্রামের দরকার হয়। তবে এই ধরনের অসুখের ক্ষেত্রে তার সঙ্গে আরও অনেক কিছুর দরকার হয় .. তার জন্যেই এই বিপুল চিকিৎসা।