20-11-2022, 09:27 AM
(20-11-2022, 01:42 AM)nextpage Wrote: এ কি ধরণের কথা দাদা??
তবে কি তুমি হিয়া টগর কাউকেই রাখবে না গোগোলের জন্য??
নাকি গোগোল কেই রাখবে না??
কি জানি বন্ধুবর! সত্যি কথা বলতে কি এখন আমার হাতে কিছুই নেই। আমার সৃষ্টি করা চরিত্রগুলি সব ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠছে/উঠেছে। তারা এখন নিজেদের মর্জির মালিক, আমার কথা আর কেউ শোনে না। তাই ভবিষ্যতে কে থাকবে আর কে থাকবে না সে কথা আমি বলতে পারি না।
আগে পৃষ্ঠায় নতুন পর্ব এসে গিয়েছে, যাদের পড়া হয়নি অবশ্যই পড়ে নিতে পারেন। আমার শারীরিক অবস্থার পুনরায় অবনতি ঘটেছে। তাই পরবর্তী আপডেট আসতে দু'একদিন দেরি হলে মার্জনা করবেন।