19-11-2022, 09:39 PM
মমতা দেবী আর কৌশিকের presence বরাবরের মতোই উপভোগ্য। বিশেষ করে বাগানে অঙ্কন এবং আবৃত্তির মাধ্যমে কথোপকথন। আর সবশেষে as usual এই কয়েকটা লাইন ..
মাধুরী তোমাকে ভালোবাসি বলেই তো
বুকে কাছে মস্ত পাহাড় ডিঙিয়ে
প্রতিদিন তোমার সামনে হাজির হই।
লজ্জা অপমানের মাথা খেয়ে দাঁড়িয়ে থাকি,
যদি একবার তোমার মনে কয়
একটু তাকিয়ে দেখি না ওর দিকে।
মাধুরী তোমায় ভালোবাসি বলেই তো
সমস্ত কাজ ফেলে ছুটে চলে যাই।
দিনের পর দিন মিছে কথা সাজাই,
কি বললে তোমাকে দেখতে পাবো।