19-11-2022, 11:13 AM
(19-11-2022, 04:17 AM)ray.rowdy Wrote:ভাইটির আমার অভিমান হয়েছে, বুঝতে পেরেছি. আরে আমরা দুজনেই ছোটো. দিদি ব্যস্ত মানুষ. আমি জানি আর দেখেছি, যে তুমিও কিভাবে দিদিকে উৎসাহ দিয়ে যাচ্ছিলে আর সেই অবুঝ ছোটো ভাইয়ের মতো আবদার করে গেছো লেখার জন্য. হয়তো দিদি উল্লেখ করতে ভুলে গেছে. একটা ব্যাপার কিন্তু খেয়াল করোনি. দিদি কদাচিৎ কোনো reply দেয়. মাঝে এই দুর্গাপূজা-দীপাবলীর সময়টায় প্রায় একমাস দিদি কোনো লেখাই দেয়নি. তার উপর reply দেওয়া !!! দিদি এতোটা ব্যস্ত বলেই. দিদি যদি reply নাও করতো, তবুও আমি চাইতাম যে উনি গল্পগুলো সম্পূর্ণ করুন, আর নতুন গল্প লিখুন আর আমি অবশ্যই মন্তব্য করতাম লেখায়.