18-11-2022, 10:45 PM
(18-11-2022, 10:18 PM)Bumba_1 Wrote:
আমার সবকিছুই আগের থেকে ঠিক করা থাকে। আর মাঝে মাঝে যে spoiler দিয়ে ফেলি .. সেগুলো নাটক বা পাঠকদের বিভ্রান্ত করা ছাড়া আর কিছুই নয়। কারণ লক্ষ্য করে দেখবে যে কথার উল্লেখ আমি করি, উপন্যাসের ক্ষেত্রে পরবর্তীতে সেটা কোনোদিনও কাজে রূপান্তরিত করি না।
শুধু উপন্যাস আর অরুন্ধতির কথা বাদ দাও, বাস্তব ক্ষেত্রেও কাউকে অত্যাধিক ভালোবেসে ফেলতে নেই। তাহলে পরে কষ্ট পেতে হয়। আমার জীবন দেখে বুঝতে পারছো না? ভালোবাসা আমাকে দেয় নি কিছুই, বরং কেড়ে নিয়েছে সবকিছু। তাইতো আমি এখন একজন কঠিন মানুষে পরিণত হয়েছি।
bilkul sahi kaha tumne , কাউকে ভালোবেসে আর miss করতে চাই না।