18-11-2022, 09:22 PM
মায়ের অতি উৎসাহের কারণ কৌশিকের জানা, আজ এতো বছর পর ছেলে রঙ তুলি হাতে নিয়েছে তাও আবার এমন একজনের ছবি এঁকেছে মায়ের মন ছেলের জন্য কি চায় সেটা তো একটু হলেও তার জানা। ওর মা তো সবসময় ভগবানের কাছে এটাই চায় তার ছেলেটা যেন একটু হাসি খুশি থাকে,
আরে মা! তুমি পাগল হলে নাকি? মিনিট খানিকের দেখা তাতে নাম জানবো কি করে? বাকি সব তো দূরের কথা, মেয়েটা স্টুডেন্ট তবে কোন ডিপার্টমেন্ট কোন ইয়ারের সেটা তো জানি না।
গল্পের নতুন আপডেট প্রস্তুত। আগামীকাল রাতেই আসছে নতুন পর্ব....