18-11-2022, 08:27 PM
সুন্দর এক সুরেলা পাখির ডাকে ঘুম ভাঙলো মৌয়ের, চোখ মেলে তাকিয়ে দেখলো হোটেলের নরম বিছানায় শুয়ে আছে সে পাশে ফোনটা আর্তনাদ করছে, পাখির ডাকটা ফোনের রিংটোন। সে ফোনটা তুলে নিয়ে দেখলো অরূপ ফোন করেছে। ঘুম জড়ানো গলায় মৌ বলল -
- "হ্যালো"
মৌয়ের গলা শুনেই অরূপ বলল -
- "কি? ঘুমাচ্ছিলে নাকি? ঘড়ি দেখো কটা বাজে। তাড়াতাড়ি তৈরি হয়ে নিয়ে প্রদর্শনীর ওখানে চলে এসো। ওখানেই দেখা হবে। "
অরূপের ফোনটা কাটার পর মৌ দেখলো প্রায় বিকেল ৬ টা ৩০ বাজে। সত্যিই তো সে একটানা প্রায় ৫ ঘন্টা ঘুমিয়েছে। বেশ ভারী নাস্তা করায় দুপুরে খাওয়ার কথা মনেই নেই। এবার একটু খিদে খিদে পাচ্ছে। সে ইন্টারকমে চা ও স্ন্যাক্সের অর্ডার দিলো। চা - স্ন্যাক্স খেয়ে সে চানঘরে ঢুকলো। স্নান করে তোয়ালে জড়িয়ে সে বাইরে এসে পূর্ণ দৈর্ঘ্যের একটা আয়নার সামনে দাঁড়িয়ে একটানে তোয়ালেটা খুলে দিল। খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সে নিজেকে। উঁহু! মেঘের মতো এক ঢাল চুল লুটিয়ে পড়েছে ফর্সা পিঠে , উদ্ধত বেলের মতো স্তন দুটি অনির শত মর্দন সহ্য করেও মাধ্যাকর্ষণের সঙ্গে যুদ্ধে অপরাজিত রয়েছে, নিভাঁজ মসৃণ নাভির রহস্যময় গভীরতা, সুডৌল ভারী নিতম্ব, নাভিমূলের ইঞ্চি কয়েক নিচে ঘন কুঞ্চিত তৃণের আবরণে মোড়া ত্রিভুজ (যা এখনও যেকোনো পুরুষের মধ্যে কামনার আগুন জ্বালিয়ে দিতে সক্ষম) । গোটা শরীরে যৌবন উপচে পড়ছে কানায় কানায়। এমন স্বর্গীয় নারীদেহ বিফলে যাবে?
কয়েক মুহূর্তের অপেক্ষায় মৌ সিদ্ধান্ত নিয়ে ফেলল নিজেকে, নিজের শরীরকে আর অবহেলা নয়। এই বিদেশবিভুঁইতে এক দিন লাগাম ছাড়া হলে ক্ষতি কি?
নিষিদ্ধ অভিসারের স্বপ্নে বিভোর হয়ে সে স্যুটকেস খুলে প্রয়োজনীয় পোশাক বের করলো।
আয়নার দিকে তাকিয়ে এক এক করে সে অঙ্গে তুলল লেস দেওয়া কালো প্যান্টি ও ব্রা, সমুদ্রনীল ন্যুডলস্ট্র্যাপড মিনি স্কার্ট। কিন্তু স্কার্টের ঝুল এতটাই কম যে সেটা তার পুষ্ট ভারী নিতম্ব জোড়াকে ঢাকতে ব্যর্থ, শরীরের জ্যামিতির সাথে সেটা আষ্টেপৃষ্ঠে চেপে বসেছে।
এবার মৌ প্রসাধনে মন দিলো। তার আজকের শৃঙ্গার উর্বশীর মতো। মেক আপের তুলিতে আরও জীবন্ত হয়ে উঠছে তার চোখ, চোখের পাতা। ব্লাশের স্পর্শে তার গালে কৃত্রিম লজ্জারুণ আভা। ওষ্ঠদ্বয় রাঙিয়ে উঠলো গাঢ় লাল ওষ্ঠরাগে। কানে মানানসই ইয়ার রিং। বিদেশি সুরভিতে সুরভিত হয়ে উঠলো তার গ্রীবা, বাহুমূল, বুকের সুগভীর খাঁজ। জলপ্রপাতের ন্যায় অবাধ্য কেশরাশিকে শাসন করে মৌ যখন আয়নার সামনে দাঁড়াল তখন সে দেখলো আয়নায় প্রতিবিম্বিত রূপসীর রূপ কামনার লেলিহান শিখায় দগ্ধ করতে পারে যেকোনো পুরুষের হৃদয়।
মৌ নিজেই অবাক হয়ে গেল এই ভেবে যে - "তার মধ্যে এখনও এতো রহস্য লুকিয়ে আছে? "
আসন্ন মিলন রজনীর উত্তেজনায় থরথরিয়ে ওঠে মৌ।
স্টিলেটোর সশব্দ পদক্ষেপে গর্বোদ্ধতা হরিণীর মতো নেমে এলো হোটেলের রিসেপশনে। সেখানে হোটেলের ঠিক করে দেওয়া গাড়িতে চেপে সোজা চলে এলো প্রদর্শনীর জায়গায়। একটা গোটা তিন তলা বিল্ডিং জুড়ে চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। যেহেতু এটা ইরোটিক আর্টের প্রদর্শনী তাই প্রবেশ অবাধ নয়। কেবল আমন্ত্রিত দর্শকরাই ভিতরে প্রবেশাধিকার পাবে।
অরূপকে দেখতে না পেয়ে মৌ ফোন করলো। অরূপ জানাল সে দশ মিনিটের মধ্যেই পৌঁছাবে, মৌ যেন ভিতরে ঢুকে পড়ে। ও ভিতরে মৌয়ের সঙ্গে মিলিত হবে।
- "হ্যালো"
মৌয়ের গলা শুনেই অরূপ বলল -
- "কি? ঘুমাচ্ছিলে নাকি? ঘড়ি দেখো কটা বাজে। তাড়াতাড়ি তৈরি হয়ে নিয়ে প্রদর্শনীর ওখানে চলে এসো। ওখানেই দেখা হবে। "
অরূপের ফোনটা কাটার পর মৌ দেখলো প্রায় বিকেল ৬ টা ৩০ বাজে। সত্যিই তো সে একটানা প্রায় ৫ ঘন্টা ঘুমিয়েছে। বেশ ভারী নাস্তা করায় দুপুরে খাওয়ার কথা মনেই নেই। এবার একটু খিদে খিদে পাচ্ছে। সে ইন্টারকমে চা ও স্ন্যাক্সের অর্ডার দিলো। চা - স্ন্যাক্স খেয়ে সে চানঘরে ঢুকলো। স্নান করে তোয়ালে জড়িয়ে সে বাইরে এসে পূর্ণ দৈর্ঘ্যের একটা আয়নার সামনে দাঁড়িয়ে একটানে তোয়ালেটা খুলে দিল। খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সে নিজেকে। উঁহু! মেঘের মতো এক ঢাল চুল লুটিয়ে পড়েছে ফর্সা পিঠে , উদ্ধত বেলের মতো স্তন দুটি অনির শত মর্দন সহ্য করেও মাধ্যাকর্ষণের সঙ্গে যুদ্ধে অপরাজিত রয়েছে, নিভাঁজ মসৃণ নাভির রহস্যময় গভীরতা, সুডৌল ভারী নিতম্ব, নাভিমূলের ইঞ্চি কয়েক নিচে ঘন কুঞ্চিত তৃণের আবরণে মোড়া ত্রিভুজ (যা এখনও যেকোনো পুরুষের মধ্যে কামনার আগুন জ্বালিয়ে দিতে সক্ষম) । গোটা শরীরে যৌবন উপচে পড়ছে কানায় কানায়। এমন স্বর্গীয় নারীদেহ বিফলে যাবে?
কয়েক মুহূর্তের অপেক্ষায় মৌ সিদ্ধান্ত নিয়ে ফেলল নিজেকে, নিজের শরীরকে আর অবহেলা নয়। এই বিদেশবিভুঁইতে এক দিন লাগাম ছাড়া হলে ক্ষতি কি?
নিষিদ্ধ অভিসারের স্বপ্নে বিভোর হয়ে সে স্যুটকেস খুলে প্রয়োজনীয় পোশাক বের করলো।
আয়নার দিকে তাকিয়ে এক এক করে সে অঙ্গে তুলল লেস দেওয়া কালো প্যান্টি ও ব্রা, সমুদ্রনীল ন্যুডলস্ট্র্যাপড মিনি স্কার্ট। কিন্তু স্কার্টের ঝুল এতটাই কম যে সেটা তার পুষ্ট ভারী নিতম্ব জোড়াকে ঢাকতে ব্যর্থ, শরীরের জ্যামিতির সাথে সেটা আষ্টেপৃষ্ঠে চেপে বসেছে।
এবার মৌ প্রসাধনে মন দিলো। তার আজকের শৃঙ্গার উর্বশীর মতো। মেক আপের তুলিতে আরও জীবন্ত হয়ে উঠছে তার চোখ, চোখের পাতা। ব্লাশের স্পর্শে তার গালে কৃত্রিম লজ্জারুণ আভা। ওষ্ঠদ্বয় রাঙিয়ে উঠলো গাঢ় লাল ওষ্ঠরাগে। কানে মানানসই ইয়ার রিং। বিদেশি সুরভিতে সুরভিত হয়ে উঠলো তার গ্রীবা, বাহুমূল, বুকের সুগভীর খাঁজ। জলপ্রপাতের ন্যায় অবাধ্য কেশরাশিকে শাসন করে মৌ যখন আয়নার সামনে দাঁড়াল তখন সে দেখলো আয়নায় প্রতিবিম্বিত রূপসীর রূপ কামনার লেলিহান শিখায় দগ্ধ করতে পারে যেকোনো পুরুষের হৃদয়।
মৌ নিজেই অবাক হয়ে গেল এই ভেবে যে - "তার মধ্যে এখনও এতো রহস্য লুকিয়ে আছে? "
আসন্ন মিলন রজনীর উত্তেজনায় থরথরিয়ে ওঠে মৌ।
স্টিলেটোর সশব্দ পদক্ষেপে গর্বোদ্ধতা হরিণীর মতো নেমে এলো হোটেলের রিসেপশনে। সেখানে হোটেলের ঠিক করে দেওয়া গাড়িতে চেপে সোজা চলে এলো প্রদর্শনীর জায়গায়। একটা গোটা তিন তলা বিল্ডিং জুড়ে চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। যেহেতু এটা ইরোটিক আর্টের প্রদর্শনী তাই প্রবেশ অবাধ নয়। কেবল আমন্ত্রিত দর্শকরাই ভিতরে প্রবেশাধিকার পাবে।
অরূপকে দেখতে না পেয়ে মৌ ফোন করলো। অরূপ জানাল সে দশ মিনিটের মধ্যেই পৌঁছাবে, মৌ যেন ভিতরে ঢুকে পড়ে। ও ভিতরে মৌয়ের সঙ্গে মিলিত হবে।