18-11-2022, 04:38 PM
(18-11-2022, 02:41 PM)ddey333 Wrote:
সে তো দেখেছি , কিন্তু পুরো গল্পটাতে যৌনতাকে যেভাবে ফুটিয়ে তোলা হচ্ছে আমি সেটার কথাই বলছিলাম !!
হ্যাঁ, এই উপন্যাস আসলে যৌনাত্মক .. একথা সর্বৈব সত্যি
(18-11-2022, 02:54 PM)Somnaath Wrote: সবাই যা বলার বলে দিয়েছে তাই নতুন করে কিছুই বলার ভাষা খুঁজে পাচ্ছি না। প্রেমের বর্ণনা হোক বা মৃত্যুর বর্ণনা হোক - তোমার মতো এইরকম লেখার বাঁধুনি সচরাচর দেখা যায় না। কথোপকথনের মাঝে মাঝে কি সুন্দর ভাবে রূপকগুলো ব্যবহার করো, যত প্রশংসা করি সেটাই কম হবে। গোগোল তো টগরকে ভালোবাসে না, আমি না এই পর্ব পড়ার পরে টগরের প্রেমে পড়ে গেছি। আমাকে দেবে ওকে ভালবাসতে?
এইরূপ মন্তব্যের জন্য অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা অফুরান তবে সবশেষে বলি শুধু টগর কেনো, কাউকেই বেশি ভালোবাসা বোধহয় উচিৎ নয়, তাতে কিন্তু পরে কষ্ট পেলেও পেতে হতে পারে।