18-11-2022, 02:54 PM
সবাই যা বলার বলে দিয়েছে তাই নতুন করে কিছুই বলার ভাষা খুঁজে পাচ্ছি না। প্রেমের বর্ণনা হোক বা মৃত্যুর বর্ণনা হোক - তোমার মতো এইরকম লেখার বাঁধুনি সচরাচর দেখা যায় না। কথোপকথনের মাঝে মাঝে কি সুন্দর ভাবে রূপকগুলো ব্যবহার করো, যত প্রশংসা করি সেটাই কম হবে। গোগোল তো টগরকে ভালোবাসে না, আমি না এই পর্ব পড়ার পরে টগরের প্রেমে পড়ে গেছি। আমাকে দেবে ওকে ভালবাসতে?