18-11-2022, 09:30 AM
(17-11-2022, 09:45 PM)Baban Wrote:আজকের পর্ব পড়ার পর আমি নিঃসন্দেহে বলতে পারি বর্তমানে যে পর্যায় এসে গল্পটি দাঁড়িয়েছে - গসিপির বাংলা বিভাগের অন্যতম সেরা গল্প এটি। মানুষ মূলত সর্বদা নিজের কাজকেই এগিয়ে রাখতে চায় কারণ সেটি তার সৃষ্টি। কিন্তু আমি যেটা বিশ্বাস করি সেটাই বলি। নিজে এতগুলো গপ্পো লেখার পরেও বলছি.... বা বলা উচিত লেখার পরেই বলতে পারছি এই কথাটা। জাস্ট ফাটাফাটি ♥️♥️
যেন একটা মসলায় ভরপুর কমার্সিয়াল ফিল্ম দেখলাম। আমাদের সন্দীপ বাবু সোনাকে খুব আদর করে গাল দুটো টিপে দিতে ইচ্ছে করছে। ওলেবাবালে সোনামনাটা আমাদের। কুচুমোনাটা!![]()
টগর রানী ফরফরানী কি দিলো গুরু। মেয়েটা ডিল জিত লিয়া আজ। ভেতরের আবেগ ইচ্ছা যতই লুকোক, যতই বড়ো হয়ে জবাব দিতে শিখুক না কেন..... সে একজন সুন্দরী। মোটেও রূপের কথা বলছিনা। রূপ ধোঁকা দিতে পারে কিন্তু মন নয়। তাই সে মন থেকে সুন্দরী।![]()
আর সাথে গোগোলের মামনিও কাঁপিয়ে দিলো। কি জবাব দিলো আমাদেরর কুচুমোনা সন্টামনা সন্দীপ কে। উফফফফ![]()
আমার কাছে সেরার সেরা পর্ব এটি
পুরোপুরি একমত !!
শুধু এখানে কেন।, আগের ফোরামেও কোনো গল্পে এরকম চরম উত্তেজক বর্ণনা ছিল বলে মনে পড়ছে না।


