Thread Rating:
  • 159 Vote(s) - 3.41 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
WRITER'S SPECIAL গোলকধাঁধায় গোগোল (সমাপ্ত)
(18-11-2022, 01:47 AM)nextpage Wrote: বর্ণালীর ব্যাপারটা আজ খোলাশা করলে সেটা তো আমি আগেই বলেছিলাম যে কাজটা অনির্বাণ এর তবে এখনো প্রশ্ন আছে ও এ ব্যাপারে জানলো কি করে? 

আজকে তো মা ছেলের খুনসুটিতেই ভাসিয়ে দিয়েছিলাম নিজেকে ব্যাস টগর এসে আমাকে তুলে নিলো আবার আরও গভীরে ভাসিয়ে নিলো। যদিও টগর সম্পর্কে তেমন জানা হয় নি তবে আজ ওর চটপটে ভাবটার সাথে অনেক বেশি ম্যাচিউর লেগেছে। প্রতিটা ডায়লগের গভীরতা ছিল ওজন ছিল হোক সেটা সন্দ্বীপের কথায় রিয়্যাক্ট করা কিংবা সুজাতা গোগোলের সাথে কথোপকথনে। তার চেয়েও বেশি অনবদ্য ছিল হিয়া কে কথা গুলো বলার সময় নিজের ভেতরের আবেগ কে সামলে নিয়ে দারুন ভাবে স্পিচ ডেলিভারি করেছে। তাই হয়তো আজ হিয়া গল্পের অনেকটা জুড়ে থেকেও কোথাও ছিল না বরং এক পর্বেই আলোটা টগরের উপরে চলে এসেছে। 

সন্দ্বীপ তো গোগোলের পাশে থাকা প্রতিশ্রুতি দিয়েছিল তবে মাঝখানের বছর গুলোতে এমন কি হয়ে গেল যে ও এমন ডেস্পারেট হয়ে উঠেছে গোগোলের বিরুদ্ধে সেটা হিয়া অব্দি গড়িয়ে গেল পর্যন্ত। উত্তর জানা দরকার আর সেটা তো বুম্বা দা দিবে।

বল এবার হিয়ার কোর্টে সে কিভাবে খেলতে চায় সেটা ও ভালো করে জানে, তেমন করেই ফল আসবে। আজ কেন জানি মনে হলো হিয়া না থাকলেও টগর তো আছে যদিও জানি ওকে হয়তো তুমি শেষ পর্যন্ত রাখবে না তার আগেই হাপিশ...

সুজাতার মাতৃ মনে পরপর আঘাত এসেছে, ছেলের জন্য কি করতে পকরে সেটা উপলব্ধি করতে পারছি।

গোগোল কি করে মায়াবন্দরের ব্যাপারটা জানলো এবং অপূর্বর কাছে আশা একটা অচেনা নম্বর থেকে ফোন .. এই ব্যাপারগুলো  অবশ্যই খোলসা করা হবে পরবর্তীতে। ধীরে ধীরে কিন্তু সঠিক পদ্ধতিতে পেঁয়াজের খোসা ছাড়াতে পারলেই তো রহস্য-রোমাঞ্চ উপন্যাসের সার্থকতা। তবে এই উপন্যাসের নায়িকা হিয়া তার রূপে, গুণে এবং স্বভাবে সবার নয়নের মণি হয়ে উঠেও আজ সমস্ত লাইমলাইট যে টগর কেড়ে নিতে পেরেছে তার কাছ থেকে, তার জন্য লেখক হিসেবে আমি একটু হলেও গর্ববোধ করছি  Smile সঙ্গে থাকো আর পড়তে থাকো।
[+] 2 users Like Bumba_1's post
Like Reply


Messages In This Thread
RE: গোলকধাঁধায় গোগোল (চলছে) - by Bumba_1 - 18-11-2022, 08:26 AM



Users browsing this thread: 30 Guest(s)