18-11-2022, 08:25 AM
(18-11-2022, 01:05 AM)Boti babu Wrote: অসাধারণ দাদা জাস্ট অসাধারণ যৌনতা ছাড়াও আজ যেরকম উত্তেজিত হয়েছি তা লেখা দিয়ে প্রকাশ করতে পারবো না। তবু কিছুতো লেখতে হবে তাই নিজের মত করে লেখলাম।
টগর রানি ফরফরানি এই টগরের এক তরফা নিঃস্বার্থ ভালোবাসা মনে দাগ দিয়ে গেছে , সত্যিই ভালোবাসা কি দুই তরফেই হতে হবে এমন আবার কোথায় লেখা আছে , টগরের জন্য আবার চিন্তা হচ্ছে সন্দীপ এর লাস্ট কথাটার জন্য দেখা যাক কি হয় ভবিষ্যতে।
বর্নালী ম্যাডাম থেকে জানতে পারলাম ঐ দিন রাতে কি হয়েছিল, কিন্তু দাদা যদি একটু বিস্তারিত ভাবে গোগোলের ঐ লোমহর্ষক অভিযানটা দিতেন মনে হয় আরো ভালো হত। যেরকম ভাবে গুরুকুল বিদ্যামন্দিরের প্রধান শিক্ষকেরবেলায় দেখিয়া ছিলেন।
হিয়া আর গোগোলের বাড়ির ভেতরে কি কথা হয়েছে সেটাও জানা হলো না। সুজাতার গোগোলের হয়ে রুখে দারানো দেখে সত্যিই দারুণ লেগেছে কিন্তু যখন সুজাতা অনির্বাণের সব কীর্তি জানতে পারবে তখন কি হবে ।।।।।
সন্দীপ এর মত হাড়ামি টাইপের বন্ধু আমাদের চার পাশে অনেক আছে তাই মনে হয় সন্দীপ যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে আজ হোক আর কাল সেও মায়ের ভোগে যাবে, কারণ গোগোল কিন্তু আর সেই ছোট্ট গোগোল নেই যার ব্যাগের ভেতর ড্রাগস সন্দীপ রেখেছিল এটা যানার পরেও কিছু কিছুই করতে পারেনি কারণ তখন তো গোগোলের কোনও কিছুই করার ক্ষমতা ছিল না কিন্তু আজকের পরিস্থিতি ভিন্ন সে এখন রেল পারের বস্তির বেতাজ বাদশা অনির্বাণ।
Rock you dada
প্রথমেই বলি এই পর্ব যে তোমাদের এত ভালো লেগেছে তার জন্য আমি আপ্লুত এই পর্বে যখন ওসমান আর জ্যাকির হত্যাকারীর নাম আমার তরফ থেকে officially reveal (যদিও প্রায় সবাই আন্দাজ করতে পেরেছিল কাজটা কে করেছে) করেই দিলাম তখন সেদিনকার ঘটনার বিশদ বিবরণ এবং কথোপকথন অবশ্যই দেবো পরবর্তীকালে। হিয়া আর গোগোলের কি কথা হলো বাড়ির ভেতরে, আর তারপরে তার মা কাবেরী দেবীর ফোনটা সে কেটেই বা দিলো কেনো ওটাই তো রহস্য এই পর্বের। তা না হলে রহস্য-রোমাঞ্চ উপন্যাস জমবে কেন? সঙ্গে থাকো আর পড়তে থাকো।