18-11-2022, 01:47 AM
বর্ণালীর ব্যাপারটা আজ খোলাশা করলে সেটা তো আমি আগেই বলেছিলাম যে কাজটা অনির্বাণ এর তবে এখনো প্রশ্ন আছে ও এ ব্যাপারে জানলো কি করে?
আজকে তো মা ছেলের খুনসুটিতেই ভাসিয়ে দিয়েছিলাম নিজেকে ব্যাস টগর এসে আমাকে তুলে নিলো আবার আরও গভীরে ভাসিয়ে নিলো। যদিও টগর সম্পর্কে তেমন জানা হয় নি তবে আজ ওর চটপটে ভাবটার সাথে অনেক বেশি ম্যাচিউর লেগেছে। প্রতিটা ডায়লগের গভীরতা ছিল ওজন ছিল হোক সেটা সন্দ্বীপের কথায় রিয়্যাক্ট করা কিংবা সুজাতা গোগোলের সাথে কথোপকথনে। তার চেয়েও বেশি অনবদ্য ছিল হিয়া কে কথা গুলো বলার সময় নিজের ভেতরের আবেগ কে সামলে নিয়ে দারুন ভাবে স্পিচ ডেলিভারি করেছে। তাই হয়তো আজ হিয়া গল্পের অনেকটা জুড়ে থেকেও কোথাও ছিল না বরং এক পর্বেই আলোটা টগরের উপরে চলে এসেছে।
সন্দ্বীপ তো গোগোলের পাশে থাকা প্রতিশ্রুতি দিয়েছিল তবে মাঝখানের বছর গুলোতে এমন কি হয়ে গেল যে ও এমন ডেস্পারেট হয়ে উঠেছে গোগোলের বিরুদ্ধে সেটা হিয়া অব্দি গড়িয়ে গেল পর্যন্ত। উত্তর জানা দরকার আর সেটা তো বুম্বা দা দিবে।
বল এবার হিয়ার কোর্টে সে কিভাবে খেলতে চায় সেটা ও ভালো করে জানে, তেমন করেই ফল আসবে। আজ কেন জানি মনে হলো হিয়া না থাকলেও টগর তো আছে যদিও জানি ওকে হয়তো তুমি শেষ পর্যন্ত রাখবে না তার আগেই হাপিশ...
সুজাতার মাতৃ মনে পরপর আঘাত এসেছে, ছেলের জন্য কি করতে পকরে সেটা উপলব্ধি করতে পারছি।
আজকে তো মা ছেলের খুনসুটিতেই ভাসিয়ে দিয়েছিলাম নিজেকে ব্যাস টগর এসে আমাকে তুলে নিলো আবার আরও গভীরে ভাসিয়ে নিলো। যদিও টগর সম্পর্কে তেমন জানা হয় নি তবে আজ ওর চটপটে ভাবটার সাথে অনেক বেশি ম্যাচিউর লেগেছে। প্রতিটা ডায়লগের গভীরতা ছিল ওজন ছিল হোক সেটা সন্দ্বীপের কথায় রিয়্যাক্ট করা কিংবা সুজাতা গোগোলের সাথে কথোপকথনে। তার চেয়েও বেশি অনবদ্য ছিল হিয়া কে কথা গুলো বলার সময় নিজের ভেতরের আবেগ কে সামলে নিয়ে দারুন ভাবে স্পিচ ডেলিভারি করেছে। তাই হয়তো আজ হিয়া গল্পের অনেকটা জুড়ে থেকেও কোথাও ছিল না বরং এক পর্বেই আলোটা টগরের উপরে চলে এসেছে।
সন্দ্বীপ তো গোগোলের পাশে থাকা প্রতিশ্রুতি দিয়েছিল তবে মাঝখানের বছর গুলোতে এমন কি হয়ে গেল যে ও এমন ডেস্পারেট হয়ে উঠেছে গোগোলের বিরুদ্ধে সেটা হিয়া অব্দি গড়িয়ে গেল পর্যন্ত। উত্তর জানা দরকার আর সেটা তো বুম্বা দা দিবে।
বল এবার হিয়ার কোর্টে সে কিভাবে খেলতে চায় সেটা ও ভালো করে জানে, তেমন করেই ফল আসবে। আজ কেন জানি মনে হলো হিয়া না থাকলেও টগর তো আছে যদিও জানি ওকে হয়তো তুমি শেষ পর্যন্ত রাখবে না তার আগেই হাপিশ...
সুজাতার মাতৃ মনে পরপর আঘাত এসেছে, ছেলের জন্য কি করতে পকরে সেটা উপলব্ধি করতে পারছি।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।