16-11-2022, 07:00 PM
পর্ব ১১
কিছুক্ষণ রাজীব ও অনুরিমা চুপ করে বসেছিল ঝিলের ধারে। আহঃ , কি মনোরম পরিবেশ ! নির্জনতা ছেয়ে রয়েছে। পাখি আর কয়েকজন প্রেমিক যুগল ছাড়া কেউ নেই। আর রয়েছে নতুন নতুন হওয়া এক গোয়েন্দা যে দূর থেকে নিজের স্ত্রীয়ের উপর নজর রাখছে, যাকে সে নিজেই পাঠিয়েছে সেখানে। একেই বলে ছেড়ে দিয়ে তেড়ে ধরা।
অনুরিমা হঠাৎ রাজীবকে জিজ্ঞেস করলো , "আমাকে কি করতে হবে ?"
"হুম ? কিছু বললেন ?"
"এই যে আপনি বারবার বলেন আপনি যা বলবেন তাই করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তাই জিজ্ঞেস করছি , কি করতে হবে আমাকে , সমীরকে ফিরে পেতে গেলে ? "
"এতো তাড়াতাড়ি সব বললে আপনি নিতে পারবেন না। ইউ কান্ট ডাইজেস্ট ডোস থিংস টুগেদার। তাই একটু সময় নিন। আস্তে আস্তে বলবো সব করণীয়। "
"আমি আর সময় নিতে পারছি না রাজীব , আই এম টায়ার্ড অফ অল দিস স্টাফস। আমি ইমিডিয়েট সলিউশন চাই। তার জন্য আমার যা করার আমি সব করতে রাজি আছি। ইউ জাস্ট টেল। "
"আচ্ছা ! ঠিক আছে , তাহলে আমাকে কিস করুন , এক্ষুনি। " , রাজীব মওকে পে চওকা মেরে বললো। শেষমেশ অনুরিমার দূর্বল মুহূর্তের সুযোগ রাজীব নিতে শুরু করেই দিলো। ছিঃ , রাজীব ! তুমিও প্রমান করলে যে সুন্দরী নারী দেখলে যেকোনো পুরুষেরই তার পেশা কর্তব্য সবকিছু থেকে বিচ্যুতি ঘটে যায়।
"ওয়াট !!", অনুরিমার চোখ যেন বেড়িয়ে আসলো রাজীবের এরকম দুঃসাহসিক কথা শুনে।
"কুল ডাউন , আগে পুরো কথাটা শুনুন , তারপর রিএক্ট করবেন। "
"আর কিছু শোনার বাকি থাকতে পারে বলে আপনার মনে হয় ?", অনুরিমা ঝাঁঝিয়ে বললো।
![[Image: 278092113-381470083984411-1548466820175127265-n.jpg]](https://i.ibb.co/26ynNk1/278092113-381470083984411-1548466820175127265-n.jpg)
দূর থেকে সমীর লক্ষ্য করলো যে অনুরিমা কোনো একটা বিষয় নিয়ে খুব হাইপার হয়েগেছে। কিন্তু বিষয়টা কি সেটা জানার কোনো উপায় ছিলোনা তার কাছে। আসলে এতো বড়ো ভিক্টোরিয়া গ্রাউন্ডে একমাত্র তারই তো শুধু খেয়ে দেয়ে কাজ ছিলো অনুরিমা ও রাজীবের প্রতিটি মুহূর্তের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার।
রাজীব তাও শান্ত হয়ে নিজের কথার সমর্থনে দলিলটা অনুরিমার সামনে পেশ করলো , "এইটুকু কাজ আপনাকে করতেই হতো। আমার সাথে নাহোক অন্য কারোর সাথে। তাই বারবার আপনাকে একটা ছেলে বন্ধু বানাতে বলছিলাম। সমীরের কাকোল্ড ভূতটা ছাড়ানোর জন্য। আপনি খামোখা আমার উপর রাগ দেখাচ্ছেন। আপনিই আমাকে সেই বন্ধুর জায়গাটা দিয়েছেন। "
"তাই বলে সেই বন্ধুত্বের ফায়দা তুলবেন এভাবে , সেটা আমি আগে বুঝিনি। "
"আপনাকে আগেই বলেছিলাম আপনি এখুনি এসব ডাইজেস্ট করতে পারবেন না। তবুও আপনার যখন এতো তাড়া , তাহলে শুনুন , আপনার স্বামীর মন ও মস্তিষ্কে কাকোল্ড ফ্যান্টাসিটা জেঁকে বসেছে। সমীরকে সেখান থেকে বার করতে হলে সীতার মতো আপনাকে কিছু তো অগ্নিপরীক্ষা দিতে হবে , আপনি তার স্ত্রী বলে কথা। পার্থক্য শুধু একটাই , সীতাকে সতীত্বের পরীক্ষা দিতে হয়েছিল , আর আপনাকে কিছুটা অসতীত্বের দিতে হবে। কারণটা আপনাকে বুঝিয়ে বলছি , যদি আপনি ধৈর্য ধরে শুনতে চান। আদারওয়াইস ভিক্টোরিয়ার গেট-টা ওদিকে আছে , আপনি চাইলে চলে যেতে পারেন। আমি আটকাবো না। "
![[Image: 315244727-151639180931300-3030065691963447649-n.jpg]](https://i.ibb.co/pWBh1kZ/315244727-151639180931300-3030065691963447649-n.jpg)
রাজীবের কথা শুনে অনুরিমা চুপ করে গেলো। ওর কাছে যে কোনো উপায় নেই। এই সমস্যার সমাধানে রাজীবই অ্যাস এ সেক্সওলোজিস্ট তার একমাত্র ত্রাতা। তার নিজও বুদ্ধি যে জবাব দিয়ে দিয়েছে , এই এতো কমপ্লিকেটেড সিচুয়েশনের থেকে বেড়োনোর রাস্তা তার জানা নেই। তাই এখন সে না চাইতেও রাজীবের মুখাপেক্ষী।
অনুরিমাকে চুপ করে বসে থাকতে দেখে রাজীব কারণ ব্যাখ্যা করতে শুরু করলো , "সমীরকে এই ফ্যান্টাসি থেকে বের করে আনার একটাই উপায় , ওকে একেবারের জন্য হলেও এই ফ্যান্টাসির পরিণতি সম্পর্কে অবগত করা। স্বপ্নে কল্পনায় ও যে সিনেমাটা দেখছে , তার ট্রেইলার যদি নাও দেখানো যায় , অ্যাট লিস্ট টিজার তো দেখাতেই হবে। তবেই ও বুঝবে কি মারাত্মক হতে পারে এসব কিছু বাস্তবে ঘটলে। যতোক্ষণ না ওর মনে তোমাকে হারানোর ভয় জন্মাচ্ছে , ততোক্ষণ ওর মুক্তি নেই এই ফ্যান্টাসির কবল থেকে। তাই সমীরকে একটা ডেমো দেখাতেই হবে। সেটা তখুনি সম্ভব যদি তুমি রাজি হও ওর সামনে আমাকে চুমু খেতে। সেটাই হবে প্রাকটিক্যাল ডেমো। সমীরের সামনে তোমাকে কিছু করতে হবে না।
আমিই তোমাকে কিস করবো , তুমি শুধু বাধা দিও না তখন। "
রাজীব এবার 'আপনি' থেকে 'তুমি' তে নেমে এসছিল। কিন্তু অনুরিমার সেইসবে কোনো খেয়াল ছিলোনা। তার সামনে যে তার চেয়েও অনেক বড়ো বিষয় ছিল ডিল করার। রাজীবকে কিস করতে হবে , তাও আবার সমীরের সামনে সমীরের ভালোর জন্যই।
![[Image: 313424068-150997830995435-4833701972125637931-n.jpg]](https://i.ibb.co/ydRnPGT/313424068-150997830995435-4833701972125637931-n.jpg)
"আপনাকে যদি এসব করতে আমি অ্যালাও করি , তাহলে আমার সংসার থাকবে ? আপনার কথা গুলো অবাস্তব বলে আপনার মনে হচ্ছে না ? সমীর আর আমার সম্পর্ক একেবারে শেষ হয়ে যাবে তখন। "
"আর আমি যদি সমীরের পারমিশন নিয়েই করি , তাহলে ?"
"আপনি কি পরিস্থিতির অ্যাডভান্টেজ নিতে চাইছেন ? আপনি জানেন এই সময়ে সমীরের মাথার ঠিক নেই। ও কি করছে , কি চাইছে , সেটা ও নিজেই জানেনা। সে যদি ঝোঁকের বশে আপনাকে অনুমতি দিয়েও দ্যায় , আমি সুস্থভাবে কি করে অ্যালাও করবো আপনাকে ?"
"সমীর কনফিউস্ড , তাই জন্যই তো এসব করতে বলা , যাতে সমীরের কনফিউশন দূর হয়। ওর মধ্যে যতোক্ষণ না গিল্ট ফিলিং কাজ করতে শুরু করবে ততোক্ষণ পর্যন্ত ওর মাথা থেকে আবর্জনা পরিষ্কার হবে না। "
"কিন্তু এটা আমার করা উচিত নয়। প্লিস অন্য কোনো উপায় ভাবুন। "
"দেখো তোমার সব প্রশ্নের উত্তর আমি যথাযথ যুক্তি দিয়ে দিলাম। তুমি জিজ্ঞেস করলে তোমাদের সম্পর্কের কি হবে , আমি বললাম সমীরের পারমিশন নিয়েই যা করার করবো , যাতে ভবিষ্যতে ও তোমাকে দোষারোপ করতে না পারে। তুমি ভাবলে আমি অ্যাডভান্টেজ নিচ্ছি , সমীরের যা অবস্থা সমীর পারমিশন দিয়েই দেবে। তুমি কেনো অ্যালাও করবে এসব , তাই তো ? কারণ সমীরকে ঠিক পথে নিয়ে আনতে। ওকে বোঝাতে যে স্বামীর এরূপ কল্পনা কিভাবে স্ত্রীয়ের যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াতে পারে। ওর এই রিয়েলাইজেশন-টা হওয়া খুব জরুরি। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু ডু দিস অনুরিমা। "
"আপনি এখন আমাকে কিস করতে বললেন কেন ?"
"তার পিছনেও একটা কারণ আছে, কিন্তু জানিনা সেটা তুমি মানবে কিনা। "
"কি কারণ ? বলুন। ...."
"জীবনে কোনো ইম্পর্টেন্ট কিছু পরীক্ষার আগে আমাদের একটা ভাইটাল জিনিস করার দরকার হয় , তা হলো প্রিপারেশন বা রিহার্সাল। সমীরকে যদি প্রথমবারই পারফেক্ট ডেমো দেখাতে পারি আমরা , তাহলেই আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। নাহলে বারংবার করতে হতে পারে সমীরের সামনে কনভিনসিং দেখানোর জন্য। প্রথম তীরেই যে লক্ষভেদটা করতে হবে। তার জন্য তো আগে ধনুর বিদ্যাটা ঠিকমতো আয়ত্ত করতে হবে। "
"আমি প্রথমবারেই করতে পারবো , যদি আমাকে এই অগ্নিপরীক্ষাটা দিতেই হয়। তার জন্য কোনো রিহার্সালের দরকার পড়বেনা আমার। "
"আপনার সমস্যা হচ্ছে আপনি খুব একগুঁয়ে, জেদি। আপনি ভাবেন আপনি সব পারেন করতে। এটাই আপনার মস্ত বড়ো ভুল। ইউ হ্যাভ টু অ্যাডমিট যে ব্যাপারটা আপনার নিজের পক্ষে এতোটা সহজ হবেনা। কিস করা তো দূরের কথা আপনি আজ পর্যন্ত কোনো অন্য পুরুষকে ছুঁয়েও দেখেননি। তাই আসল সময়ে এসে আপনি সবকিছু ঘেঁটে দিতে পারেন। আমরা এটা একবারই করবো সমীরের সামনে , কিন্তু এমনভাবে করতে হবে যাতে সমীরের মনে গিয়ে লাগে , এবং সে নিজে আসে আমাদের আটকাতে। তবেই তার মাথা থেকে কাকোল্ডনেসের ভূতটা যাবে। "
রাজীব আবার 'তুমি' থেকে 'আপনি' তে আপগ্রেড করলো অনুরিমার প্রতি সম্বোধনটা কে। মনে রাখবেন বাঘ দু পা পেছোয় বড়ো লাফ মারার জন্যই।
![[Image: Swikriti-in-Blue-Saree.png]](https://i.ibb.co/ck2wJ2k/Swikriti-in-Blue-Saree.png)
"কিন্তু এসব রিহার্সাল আমি কি করে করবো ? প্লিস বুঝুন একটু ব্যাপারটা। "
"আমি বলেছিলাম আপনি যদি দাঁড়িয়ে থাকেন শিয়ালদাহ তে , তাহলে সমীর দাঁড়িয়ে আছে নিউ জলপাইগুড়িতে। আপনাদের দুজনকেই ফারাক্কায় মানে মাঝামাঝি একটা জায়গায় আসতে হবে। এবার আপনাকে তার জন্য ভালোমতো রিহার্সাল করে সমীরের সামনে আমাকে চুমু খেতে হবে। তখন সমীর আপনা আপনিই জলপাইগুড়ি ছেড়ে ফারাক্কায় এসে হাজির হবে , আমাদের ট্রেনটা কে আটকাতে। আর এইভাবেই সমীর কাকোল্ড ফ্যান্টাসির মায়াজাল থেকে মুক্ত হবে। "
অনুরিমা এবার বড়ো ডিলেমায়ে পড়ে গেছিলো। ও একদমই বুঝতে পারছিলোনা যে কি করবে। ও শুধু বললো , "আমার মাথা একদম কাজ করছে না ", এই বলে সে নিজের দুহাত দিয়ে মাথা চেপে নিচু করে বসে রইলো। রাজীব ওকে সময় দিলো নিজেকে সামলে নিয়ে ওঠার। তারপর অনুরিমার কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বললো , "ইউ ক্যান ডু ইট অনু , ইউ আর আ ফাইটার। ইউ শুড ফাইট ফর ইওর লাভ। সো লেট্স ডু ইট .... " .... এই বলে রাজীব দু'হাত দিয়ে অনুরিমার মুখটা কে আলতো করে চেপে ধরলো। ধরে নিজের মুখের কাছে নিয়ে আনলো চুমু খাওয়ার জন্য। অনুরিমা সঙ্গে সঙ্গে দুটি ঠোঁটের মাঝখানে হাত রেখে বললো , "এখানে না। "
রাজীব বুঝতে পারলো দ্যাট হি হ্যাস ডান দা জব। সে পেরেছে , পেরেছে অনুরিমার মতো মেয়েকে কনভিন্স করতে। ইয়েস্স !!.. দূর থেকে সমীর সবটা দেখলো। সে বাকরুদ্ধ হয়েগেলো রাজীবের বোল্ডনেস দেখে। অনুরিমার আচরণও তাকে খুব একটা সন্তুষ্ট করতে পারেনি। কারণ সমীর যে অনুরিমা কে চেনে সে রাজীবকে তার কান অবধি পৌঁছতে দিতোনা , ঠোঁটের কাছে তো অনেক দূরের ব্যাপার।