16-11-2022, 04:48 PM
(15-11-2022, 05:26 PM)Bumba_1 Wrote:day by day unpredictable হয়ে যাচ্ছ তুমি গুরু। কি অসাধারণ লেখার বাঁধুনি। আমি যে ফোরামের পাঠক সেখানে এত ভালো ভালো writer আছে এটা ভাবতেই কিরকম যেন গর্ববোধ হয়। অপেক্ষায় আছি
সে তো সেই ভ্রূণ, যে কেড়ে নিয়েছে তার সামাজিক স্বীকৃতি। মাঝে কন্ডম সেলে আটকে যদি থাকত এই জীবন .. জীবনের মায়াজাল যদি না পেতো এই দেহ। সেটাই বোধহয় ভালো হতো। হয়তো এই ভাবেই কোনো ডাস্টবিনের পাশে, বা হয়তো কোনো উঁচু ফ্লাইওভারের ছায়াতলে, কিংবা হয়তো কোনো এক রেল লাইনের ধারে নেশার ঘোরে পড়ে থাকতে থাকতে থাকতে শেষ হয়ে যেতো তার জীবন।