Thread Rating:
  • 162 Vote(s) - 2.81 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery স্বামীর কল্পনা স্ত্রীয়ের যন্ত্রণা
পর্ব ১০

সমীরের কাছে একটা বাইনোকুলার অর্থাৎ দূরবীন ছিল , দূরের জিনিস কাছ থেকে দেখার জন্য। সমীরও মেইন গেট থেকে এন্ট্রি টিকিট কেটে ধীর গতিতে ভিক্টোরিয়া মেমোরিয়ালের পানে চলিতে লাগিলো। সেখানে যে তার নিজের ভিক্টোরিয়া কুইন রয়েছে বন্ধুরূপী অন্য এক পুরুষের সহিত। সমীর একটু নার্ভাস ফীল করছিলো , অনুরিমা ওকে চিনে না ফেলে। যতোই ভালো ছদ্মবেশ ধারণ করুক , স্ত্রী তো , তাই নিজেকে আড়াল করে রাখা যথেষ্ট চ্যালেঞ্জিং , সেটা সমীর ভালোমতো জানতো।

ওদিকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে ঢুকতেই অনুরিমার মনে পড়লো একবার সমীর কে কল করে জানতে , ও ঠিক মতো অফিসে পৌঁছেছে কিনা। দায়িত্ববতী স্ত্রী হলে যা হয়। কিন্তু অনুরিমার এই পতিব্রতা মনোভাবকে কি আদেও তার স্বামী সমীর বোঝে ? বা সেটার সম্মান করে ?

[Image: 137566961-3349743005133999-2115043564497995623-n.jpg]

সমীরের ফোন বেজে উঠলো। কলার নেম এ অনুর নাম দেখে সে চমকে উঠলো ! ধরা পড়ে গেলাম না তো ! চোরের মন বোঁচকার দিকে হলে যা হয়। সে আসে পাশে আগে ভালো করে তাকিয়ে দেখলো , অনু কোথাও নেই তো ! তারপর মাথা নিচু করে ধীর গলায় ফোনটা তুলে বললো , "হ্যালো। .."

"কিগো তুমি পৌঁছে গেছো ?" , ফোনের অপর প্রান্ত থেকে অনুরিমার মিষ্ট গলার আওয়াজ ভেসে আসলো।

অবুজের মতো সমীর বললো , "কোথায় ?"

"কোথায় আবার ? অফিসে ?"

"হা..। .... হ্যাঁ হ্যাঁ পৌঁছে গেছি। তুমি কোথায় ?"

"ভিক্টোরিয়া তে ", কিছুটা গম্ভীর হয়ে অনুরিমা বললো।

"রাজীব বাবু এসছেন ?"

"হুম। "

"আচ্ছা , ঠিক আছে। রাখছি তাহলে ", বলে সমীর ফোনটা কেটে দিলো। সমীরের প্রাণে যেন প্রাণ আসলো, "যাক। খোঁজ নেওয়ার জন্য ফোন করেছিল ", ভেবে সমীর আস্বস্ত হলো।

ফোন কেটে যাওয়ার পর, অনুরিমা অবাক হয়েগেলো সমীরের এই ক্যাজুয়াল অ্যাপ্রোচ দেখে। ওর কি কিছুই যায় আসেনা , আমি কার সাথে আছি , কিভাবে আছি , তাতে ! তবে কি ও সত্যি আমাকে অন্য কারোর কাছে পাঠাতে চায় ? সমীরের এই অদ্ভূত ফ্যান্টাসিকে সমীর বাস্তবে রূপায়িত করতে যাবেনা তো ? .... এসব ভেবে মনে মনে অনুরিমা আঁতকে উঠলো। অনুরিমার মুখ-চোখ দেখে রাজীবের ঠিক লাগলো না। সে অনু কে জিজ্ঞেস করতে লাগলো অনু ঠিক আছে কিনা। রাজীবের বারংবার এর কথায় অনুরিমার চেতনা ফিরলো, গভীর চিন্তার সমুদ্র থেকে বাস্তবের মাটিতে বাস্তবের সময়ে।

অনু নিজেকে সামলে নিয়ে বললো , "নাহঃ , কিছু হয়নি। চলুন ভেতরের মিউজিয়াম-টা দেখি। আমার ঐতিহাসিক জিনিস দেখতে খুব ভালো লাগে। "

অনুরিমা ওভারথিংকিং এর লোড মাথা থেকে ঝেড়ে ফেলে একটু সহজ হওয়ার চেষ্টা করছিলো।

"বাহঃ , তাহলে তো বলতেই হবে আমি আপনাকে ভালো জায়গায় নিয়ে এসছি। সময় থাকলে তাহলে পাশেই পার্ক স্ট্রিটের কাছে ইন্ডিয়ান মিউজিয়ামটাও দেখে নেওয়া যাবে , কেমন। "

"নাহঃ নাহঃ , আপনাকে অতো প্রেসার নিতে হবে না। "

"ধুর , এতে প্রেসার এর কি আছে। আমি তো বললাম, সময় ও ইচ্ছা থাকলে দেখা যাবে। আমার তো মনে হয় , মিছি মিছি আপনি প্রেসার নিচ্ছেন।  "

"আমি !! আমি কেন নিতে যাবো প্রেসার ??"

"হয়তো এখনও আমি আপনার বিশ্বাস সম্পূর্ণভাবে অর্জন করে উঠতে পারিনি। "

"সেটা যদি সত্যি হয়েও , তবুও মিউজিয়াম যেতে গেলে আলাদা করে কোনো বিশ্বাস অর্জন করতে হয়না। আমি শুধু বলছিলাম আপনাকে আমার ভালো লাগা , খারাপ লাগার ব্যাপারে এতো না ভাবলেও হবে। "

"দ্যাটস সো রুড অনুরিমা। কি হয়েছে আপনার ? সমীরবাবু কে কল করার পর থেকে আমি দেখলাম আপনি একটু অন্যমনস্ক হয়ে রইলেন। অনেকবার বলাতে আপনি আমার কথার উত্তর দিলেন। "

অনুরিমা মাথা নিচু করে বললো , "আসলে আমি খুব চিন্তায় পড়ে গেছি। "

এটা শোনা মাত্রই রাজীব অনুরিমার হাত ধরে তাকে একটা বসার জায়গায় নিয়ে গেলো এবং বললো , "আগে আপনি বসুন। "

অনুরিমার খুব অড্ লাগলো রাজীবের এই বিহেভিয়ার-টা। রাজীব কেন ওর পারমিশন ছাড়া ওকে টাচ করলো ! কিন্তু রাজীব ওকে অতো ভাবার সুযোগ না দিয়ে ওকে এনকোয়েরি করতে লাগলো চিন্তার কারণ অনুসন্ধানের জন্য। অনুরিমা তাই বাকি সব ভুলে রাজীবকে ডেসক্রাইব করতে লাগলো পুরো বিষয়টা। সেক্সওলজিস্ট হিসেবে এখন রাজীবই তো তার ত্রাতা , অন্তত খাতায় কলমে।

[Image: 315003382-151768957584989-1132409471227562693-n.jpg]

রাজীব বুঝলো অনুরিমার শঙ্কার বিষয়টা। সে তাই অনুরিমাকে বললো যে সে পুরো ওয়াকিবহাল সমীরের বিষয়টা নিয়ে। অনুরিমার শঙ্কাটা কে সে মিথ্যে শান্ত্বনা দিয়ে উড়িয়েও দিলো না , কিন্তু পাশাপাশি অনুরিমাকে ভরসা জাগালো সমস্যার সমাধানের। এই ভাবে সে ধীরে ধীরে নিজের জন্য অনুরিমার মনের বিশ্বাসের জায়গাটা আরো বেশি পোক্ত করার চেষ্টা করলো। প্রাক্টিক্যালি সমস্যার সমাধান কতোটা হবে তার গ্যারান্টি তো স্বয়ং ঈশ্বরও দিতে পারবে না , সে তো সামান্য ডাক্তার মাত্র। কিন্তু অনেক সময়ে মুখে বলা ইতিবাচক উক্তি সাময়িকভাবে হলেও ভীত মনকে ক্লোরোফর্ম দিয়ে প্রশমিত করে ঘুম পাড়িয়ে দ্যায়। কে জানে রাজীব হয়তো সেটাই করছিলো অনুরিমার সাথে , মিথ্যে আশ্বাস !

"আচ্ছা , এবার নিজেকে একটু শান্ত করুন। মনটাকে কিছুক্ষণের জন্য একটু ডিসট্র্যাক্ট করুন। চিন্তা করবেন না , সব ঠিক হয়ে যাবে। Aal izz well . হা হা হা। .... চলুন এবার ভিক্টোরিয়ার ভেতরটা ভালো করে ঘুরে দেখি। অনেকদিন পর এসছি , এই সুযোগ মিস করা যাবেনা। আপনিও তো মনে হয় অনেকদিন পর এলেন ?"

"হুম .."

রাজীব আর কথা না বাড়িয়ে অনুরিমাকে ভিক্টোরিয়ার ভেতরের মিউজিয়াম দেখাতে লাগলো। অনুরিমাও খুব ইন্টারেস্ট নিয়ে সব পূরাতন যুগের ব্রিটিশ আমলের জিনিস দেখছিলো। আগেই বলেছি অনুরিমার এসব ইতিহাসের পাতা ঘেঁটে দেখতে পছন্দ করে। নিজেকে এক নস্টালজিয়ার মধ্যে আবদ্ধ করে নেয়। ভাবে সেই যুগে জন্মালে কতো ভালোই না হতো। বীর পরাক্রমী স্বাধীনতা সংগ্রামীদের নিজের চোখে দেখার সৌভাগ্য হতে পারতো। রাজীবও তার এই কাল্পনিক নস্টালজিয়া কে উসকে দিচ্ছিলো নানারকম আকাশ কুসুম কল্পনার কথা বলে। যাতে কোনোভাবে সে অনুরিমাকে আরো বেশি কমফোর্টেবল করতে পারে নিজের সাথে।

যেমন - সে বলছিলো যদি তুমি হতে কাদম্বরী , আমি হতাম রবীন্দ্রনাথ , তোমাকে নিয়ে কবিতা লিখতাম।

"যাহঃ , কিসব বলেন আপনি। আমি কাদম্বরী হলে আপনি রবীন্দ্রনাথ। তা কি করে সম্ভব। "

"কেন , তারাও তো একে অপরের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছিলো। "

"আপনি সেরকম বন্ধুত্ব করতে চান ? তাহলে এক্ষুনি বাড়ির দিকে রওনা দিলাম। "

"কেন ? আপত্তি কিসের ? তারা তো সম্পর্কে দেওর বৌদি ছিল। "

"তাও। .. তাদের সম্পর্কটা শুনেছি একটু অন্যরকম ছিল। "

"এই হলো আমাদের বাঙালিদের সমস্যা। আমরা রবীন্দ্রনাথকে অ্যাডমায়ার করি ঠিকই , কিন্তু রবীন্দ্রনাথের জীবন আদর্শে কখনো নিজেকে মেলে ধরতে পারিনা। আচ্ছা দেখুন তো রবীন্দ্রনাথ কতো গল্প লিখেছে পরকীয়ার উপর। তার মানে উনিও সবকিছুকে সহজ করে দেখতেন। বিবাহ মানেই যে বন্ধনের নামে সারাজীবনের বন্দী দশা সেটা তিনিও কিন্তু মানতেন না। "

"আপনি কি বলতে চাইছেন ? "

"কিছুনা। শুধু রবীন্দ্রনাথের মতো করে সবকিছু সহজ ভাবে দেখতে ও অ্যাডপ্ট করতে বলছি। চলুন সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যাক। ওপরের ব্যালকনি থেকে ভিক্টোরিয়ার পেছনের দিকের সৌন্দর্য্যটা অপরূপ লাগে। ঠিক আপনার মতো। " , এই বলেই রাজীব সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। কোনো বিকল্প না পেয়ে অনুরিমাও তাকে ফলো করে উঠতে লাগলো , ভিক্টোরিয়ার সিঁড়ি দিয়ে নাকি বাস্তব জীবনের সিঁড়ি দিয়ে, সময় বলবে তা।

[Image: 261294133-294703925994361-3495318560112791866-n.jpg]

ওদিকে সমীর ভিক্টোরিয়ার আসে পাশে ফাঁকা জায়গাতে ওদের দুজনকে খুঁজতে লাগলো। না পেয়ে সে ভাবলো তারা দুজনে নিশ্চই ভিক্টোরিয়ার ভেতরে গ্যাছে। ভিক্টোরিয়ার বিল্ডিং এর এক্সিট টা পেছনের দিকে। তাই সমীর সময় নষ্ট না করে ভিক্টোরিয়ার পেছন দিকটা গিয়ে একটা সেফ জায়গায় দাঁড়িয়ে থাকলো, যেখান থেকে সে চট করে যাতে ওদের নজরে না পড়তে পারে। এবং অপেক্ষায় থাকলো কখন ওরা বেড়োয়।

রাজীব নিজের কমিউনিকেশন স্কিলের ভরপুর ফায়দা তুলে অনুরিমার সাথে অনর্গল কথা বলে যাচ্ছিলো। অনুরিমাও তাই আস্তে আস্তে রাজীবের সাথে বন্ধুত্বপূর্ণ কমফোর্টনেস ফীল করছিলো। কিছুক্ষণ পর তারা হাসতে হাসতে কথা বলতে বলতে এক্সিট গেট দিয়ে বেড়িয়ে আসলো। সমীর লক্ষ্য করলো অনুরিমা বেশ ভালোই হেসে খুলে রাজীব বাবুর সাথে কথা বলছে। যা দেখে সমীরের মনটা হঠাৎ হিংসায় জ্বলে ছ্যাৎ করে উঠলো।

ভিক্টোরিয়ার মেইন বিল্ডিং থেকে বেড়িয়ে রাজীব অনুরিমার হাত ধরে বললো , "চলুন এবার বাইরের গ্রাউন্ড টা একটু ঘোরা যাক । "

"একি , আপনি আমার হাত ধরলেন কেন ?"

"বন্ধু হয়ে বন্ধুর হাত ধরতে পারিনা ? এটা কোথায় লেখা আছে ? প্লিজ একটু কমফোর্টেবল হন , একটু বিশ্বাস রাখুন আমার উপর। চলুন একটু ওই ঝিলের ধারে বসে গল্প করা যাক। "

বন্ধু বন্ধু করে রাজীব যে আর কতোদূর এগোতে চায় তা কে জানে ! অনুরিমার সবকিছু যেন গুলিয়ে যাচ্ছিলো। রাজীব তার সাথে যেটা করছে সেটা ঠিক কিনা, সেটাই সে ঠিকমতো বুঝতে পারছিলো না। কো-এডুকেশন কলেজে পড়লেও তার বান্ধবীর সংখ্যাই ছিল সবচেয়ে বেশি। ছেলে বন্ধু বলতে সেভাবে সমীর ছাড়া আর কেউ ছিলোনা। আর সেই অর্থে সেই একমাত্র ছেলে বন্ধুকেই সে নিজের জীবনের পরম বন্ধু করে নিয়েছিলো।

দূর থেকে সমীর সব দেখছিলো। দেখছিলো কিভাবে রাজীব তার স্ত্রীয়ের হাতটা হঠাৎ করে ধরে নিলো। আচ্ছা রাজীব বাবু কি তাহলে আমার অনুরিমার উপর একটা ট্রাই মারার চেষ্টা করছে ? সমীর নিজের ধন্ধের উত্তর খুঁজতে শেষ অবধি সবকিছু দেখার সিদ্ধান্ত নিলো।

[Image: swikriti-sounok.png]

রাজীব অনুরিমাকে হাত ধরে নিয়ে এসে ঝিলের সামনে বসলো। সমীর দূরে এক গাছের পিছনে বসে ওদের গতিবিধি পর্যবেক্ষণ করতে লাগলো। রাজীব ও অনুরিমার পাশেই একটা কাপল বসে মেক আউট করছিলো। অনুরিমার তাতে প্রচন্ড অস্বস্তি হচ্ছিলো। সে বললো , "ইস্স , এখানে এরা এসব করছে। এখান থেকে চলুন। আমি আগেই বলেছিলাম এই জায়গাটা আপনার সাথে দেখা করার জন্য মানানসই নয়। এখানে লোকেরা হয় নিজের পরিবার নিয়ে আসে , নাহলে যুগলরা আসে প্রেম করতে , তাও এভাবে। এখানে কোনো পেশেন্ট পার্টি তার ডাক্তারের সাথে দেখা করতে আসেনা। "

"কিন্তু আমি তো যে সে ডাক্তার নই ম্যাডাম। আমি একজন যৌন-বিশেষজ্ঞ। আমার কাজ যৌনতা নিয়েই। তাই এসব ছোটখাটো বিষয়-তে বিচলিত হলে চলবে ! আপনাকে তো আরো অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে হতে পারে। "

"মানে ? কি বলতে চাইছেন আপনি ? আর কি দেখার আছে ? "

"এতো প্যানিক করবেন না। প্যানিক করার তো কিছু নেই। আচ্ছা আপনি কখনো সমীরের সাথে বি-গ্রেড সিনেমা দেখেছেন ? "

"নাহঃ। ছিঃ। "

"এতে ঘেন্না করার কিছু নেই। জীবনের সবচেয়ে আপনজনের সাথে এরকম ছোটোখাটো নোংরামো না করলে , জীবনের সব রং যে ফিকে হয়ে যায় , অনুরিমা। "

"হুম। .. কি জানি হয়তো আপনি ঠিক বলছেন। "

"যাক , আপনি যে অ্যাট লিস্ট অ্যাডমিট করতে পারছেন , এটাই অনেক। নাইস ডেভেলপমেন্ট। "

"দেখবেন , বেশি ডেভেলপ করতে গিয়ে আমার পুরো নেচার টাকেই ডেস্ট্রয় করে দেবেন না যেন। আমি এখন খুব কনফিউশনের মধ্যে আছি সমীরের স্টেট অফ মাইন্ডটা কে নিয়ে। ও কি চায় , কি করবে , আমি কিচ্ছু বুঝতে পারছি না। যতোদিন যাচ্ছে ততোই যেন ওকে নিয়ে এই আশংকার মেঘ আমার মনে ঘনীভূত হচ্ছে। তাই এই পরিস্থিতিতে আমি চাই আপনাকে বিশ্বাস করতে। কারণ এই বিকট সমস্যার সমাধান শুধু আপনার কাছেই থাকতে পারে। "

"চিন্তা করবেন না অনুরিমা , যখন বন্ধু বলে মেনেছেন ,তখন বন্ধুত্বের দায়িত্বটা অক্ষরে অক্ষরে পালন করবো ", রাজীব অনুরিমার মাথায় হাত বুলিয়ে কথাটা বললো। অনুরিমা নিজের সম্পর্কের চিন্তায় এতোটাই নিজের মস্তিস্ককে ব্যাস্ত করে রেখেছিলো যে রাজীবের স্পর্শের খবর তার ইন্দ্রিয় তার মস্তিস্কর কাছে পাঠাতে পারলো না। নিমেষের মধ্যে রাজীবের এই ছোট্ট কিন্তু সাহসী পদক্ষেপ বিস্মৃতি তে পরিণত হলো।

কেন জানিনা মনে হচ্ছে ডক্টর রাজীব হয়তো আস্তে আস্তে অনুরিমার কাছে আসার চেষ্টা করছে। রাজীব খুব সাবধানে এবং প্রতিটা পদক্ষেপ খুব মেপে মেপে নিচ্ছিলো। তাই প্রথমে বন্ধুত্বের নামে অনুরিমার হাত ধরা , এখন অছিলায় অনুরিমার মাথায় একবার হাত বুলিয়ে নেওয়া শান্ত্বনার নামে। ইশারা কিন্তু মোটেই ঠিক দিয়ে নির্দেশ করছে না। রাজীব অনুরিমার এই দূর্বল পরিস্থিতির ফায়দা নিতে চাইছেনা তো ? নাহলে যৌন-বিশেষজ্ঞ রাজীব কখোন দায়িত্বপরায়ণ বন্ধু হয়েগেলো , আপনি ধরতে পারলেন না তো ?

দূর থেকে সমীর এই দৃশ্যটা দেখলো , যে রাজীব অনুরিমার মাথায় একবার হাত বোলালো। কেন বোলালো সে জানেনা , সে শুধু দেখলো অন্য একজন পুরুষ কিছু মুহূর্তের জন্য হলেও তার স্ত্রীয়ের ভরসার জায়গাটা তার কাছ থেকে কেড়ে নিলো। কারণ একজন পুরুষ যখন একজন স্ত্রীয়ের মাথায় হাত রাখে তখন সে বোঝাতে চায় যে সে তার পাশেই রয়েছে , সে নারী যেন তার ভরসার জায়গাটা তাকে দিতে পারে। এটাই কি তবে প্রথম পদক্ষেপ ছিল , সমীরের ফ্যান্টাসি পূরণের ? এবার কি তবে স্বামীর কল্পনা স্বামীরই যন্ত্রণা হয়ে দাঁড়াবে ?
[+] 12 users Like Manali Basu's post
Like Reply


Messages In This Thread
RE: স্বামীর কল্পনা স্ত্রীয়ের যন্ত্রণা - by Manali Basu - 16-11-2022, 12:45 AM



Users browsing this thread: PANU DAA, 55 Guest(s)