15-11-2022, 11:46 PM
(15-11-2022, 10:27 PM)Baban Wrote: উফফফফফ কি সব লিখছো হে লেখক। তোমার লেখা ভর্তি খাতার পাতা যত উল্টোচ্ছি, পরের পাতায় চোখ বুলিয়ে আরও ডুবে যাচ্ছি অচেনা অজানা ওই মানুষ গুলোর সাথে। কাছে আসা, প্রথম সেই অজানা ভয় লাগা, প্রথম সেই বড়ো হয়ে ওঠা আর একদিন সত্যিই পরিপূর্ণ ভাবে বড়ো হয়ে ওঠা আর জীবনকে চিনতে শেখা মানুষ গুলোর ঠিক ভুল আর মধ্যেকার সম্পর্ক যেভাবে ফুটে উঠছে তা অসাধারণ। ♥️
সবই তোমাদের আশীর্বাদ...
আর বাকিটা খুব কাছের কিছু মানুষের জীবন দর্শন।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।