15-11-2022, 10:00 PM
(15-11-2022, 05:26 PM)Bumba_1 Wrote:
সে তো সেই ভ্রূণ, যে কেড়ে নিয়েছে তার সামাজিক স্বীকৃতি। মাঝে কন্ডম সেলে আটকে যদি থাকত এই জীবন .. জীবনের মায়াজাল যদি না পেতো এই দেহ। সেটাই বোধহয় ভালো হতো। হয়তো এই ভাবেই কোনো ডাস্টবিনের পাশে, বা হয়তো কোনো উঁচু ফ্লাইওভারের ছায়াতলে, কিংবা হয়তো কোনো এক রেল লাইনের ধারে নেশার ঘোরে পড়ে থাকতে থাকতে থাকতে শেষ হয়ে যেতো তার জীবন।
যদি নাই গো পেতাম এই জীবন
না পেতাম এই শরীরী গঠন
না থাকতো আঁখিজোড়া
শুন্যে তখন প্রকৃতি ভরা
অস্তিত্ব কি গো তাহা
বুঝতাম না তখন আহা
শীতল গরম স্পর্শ গুলো
উড়ে আসা ময়লা ধুলো
হাসি কান্নাতে ইচ্ছেপূরণ
অজানা থাকতো এই ভুবন
হয়তো সেটিই হতো ভালো
থাকতো না কোনো সাদা কালো
কিসের রঙে রঙিন আলো?
কিসের মন্দ কিসের ভালো?
শরীরে লুকিয়ে চুপটি করে
ঘুমাতাম তখন প্রাণ ভোরে
কিংবা শরীর থেকে ত্যাগ করে
কেউ বা বাঁচতো হাপ ছেড়ে
তবুও ঘুমিয়ে কাটতো যে দিন
সব হারিয়েও তখন মোরা স্বাধীন
তোমার ওই কয়েকটা অসাধারণ লাইনের জন্য
আমার তরফ থেকে লেখক বন্ধু।❤