15-11-2022, 09:28 PM
(15-11-2022, 09:06 PM)Somnaath Wrote: হাঁড়ির একটা চাল টিপলেই যেমন বোঝা যায় হাঁড়ির ভেতরের পুরো ভাতটা সেদ্ধ হয়েছে কিনা। ঠিক তেমনভাবেই টিজার পড়ে বুঝতে পারলাম আর একটা masterpiece পর্ব আসতে চলেছে, অধীর আগ্রহে অপেক্ষায় আছি।
না না সেরকম কিছুই নয়, এত এক্সপেকটেশন রাখা ভালো না। পরে নির্ঘাত গালাগালি খাবো।