15-11-2022, 09:25 PM
দু-এক জায়গায় বানান ভুল হয়েছে ঠিক করে নিও। আর পরাজিত সৈনিকের যে পংক্তিটা বললে, সেটা অসাধারণ .. মন ছুঁয়ে গেলো। আর সবশেষে as usual বলতেই হবে বরাবরের মতোই ..
আমি হবো উড়নচণ্ডী
এবং খানিক উস্কোখুস্কো
এই জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেবো
তুমি কাঁদলে গভীর সুখে
এক নিমেষে সবটুকু জল শুষে নেবো
তুমি শুধু আমার হবে দেবযানী।
পরের জন্মে কবি হবো
তোমায় নিয়ে হাজারখানেক গান বাঁধবো,
তোমার অমন ওষ্ঠ নিয়ে
নাকছাবি আর নূপুর নিয়ে
মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো
তুমি শুধু আমার হবে দেবযানী।