15-11-2022, 05:47 PM
(15-11-2022, 05:26 PM)Bumba_1 Wrote:
সে তো সেই ভ্রূণ, যে কেড়ে নিয়েছে তার সামাজিক স্বীকৃতি। মাঝে কন্ডম সেলে আটকে যদি থাকত এই জীবন .. জীবনের মায়াজাল যদি না পেতো এই দেহ। সেটাই বোধহয় ভালো হতো। হয়তো এই ভাবেই কোনো ডাস্টবিনের পাশে, বা হয়তো কোনো উঁচু ফ্লাইওভারের ছায়াতলে, কিংবা হয়তো কোনো এক রেল লাইনের ধারে নেশার ঘোরে পড়ে থাকতে থাকতে থাকতে শেষ হয়ে যেতো তার জীবন।
বাকিটা জানতে হলে পড়তে হবে, সমীকরণমূল উপন্যাসঃ- গোলকধাঁধায় গোগোল
১৭ তারিখ রাতে নিয়ে আসছি একটা নয়, একসঙ্গে এমন দু'টো আপডেট .. যার মধ্যে লুকানো আছে এই উপন্যাসের গুরুত্বপূর্ণ এক অধ্যায়।
আরেকটি Master class episode আসতে চলছে। সত্যি জীবন বড় অদ্ভুত ।যদি সামান্য কিছু কথাতে মনে এমন চিন্তা আসতে পারে তাহলে পর্ব আপলোড হলে কি হবে ভাবার বিষয় । অপেক্ষায় রইলাম।
আমাকে আমার মত থাকতে দাও