15-11-2022, 03:14 PM
(15-11-2022, 08:40 AM)Arctic woolf Wrote: প্রতিটা গল্প খুব ভালো হয় আপনার তবে এগুলো অনেক আগেই পড়েছি। নতুন কোনো গল্প লিখছেন না কেনো?
সময়ের অভাব ব্রাদার। তবে নতুন ও পাবেন জলদি। এই গল্পগুলো আগে এই সাইটেই ছিলো। সাইট বন্ধ হবার পর এসে দেখি আমার গল্প হয় কেউ নিজের নামে চালাচ্ছে অথবা যারা আমার নাম ব্যবহার করছে, সেগুলোতেও অসংখ্য ভুল। যারা নতুন পড়ছেন তারা আমাকেই তার জন্য দায়ী করছেন। আসলে আমি বেশিরভাগ গল্পই ইংরাজি ফন্টে লিখেছিলাম। একটা সাইটে কামদেব বলে একজন মহান চটি লেখক সব নিজের নামে চালিয়েছে। সেই জন্য আগে নতুন পাঠক/পাঠিকাদের জন্য আমার পুরানো গল্প গুলো নিজেই পোস্ট করছি। অন্তত তারা জানুক তো যে এগুলো আমারই গল্প?