15-11-2022, 07:35 AM
পর্ব তিন: অ্যাসিড টেস্ট
(ক্রমশ)
১.
বিয়ের মাত্র বছর-তিনেক পর, একদিন জষ্ঠিমাসের বিকেলবেলায়, সোহিনী মন খারাপ করে বাপেরবাড়ি চলে এল।
দিদির গোমড়া মুখ দেখে, তখন সোহিনীর ছোটোবোন সেঁজুতি এসে জিজ্ঞেস করল: "কী হয়েছে রে, দিদি? জামাইবাবু কী আজকাল ঠিকঠাক তোকে আদর-টাদর করছে না, নাকি?"
বোনের প্রশ্ন শুনে, সোহিনী ভেউভেউ করে কেঁদে ফেলল।
সেঁজুতি ক্লাস টুইয়েল্ভে পড়লেও, সে যথেষ্টই বুদ্ধিমতী এবং তার ফিগারটাও দিনে-দিনে, ছেলেদের চোখে নজরকাড়া হয়ে উঠছে।
তাই সেঁজুতি, দিদির প্রবলেমটা মোটামুটি আন্দাজ করে নিয়ে বলল: "তুই তো ছোটোবেলা থেকেই বিজ্ঞানে ভালো ছাত্রী ছিলিস। তোর অ্যাসিড টেস্টের ব্যাপারটা মনে আছে তো?"
সোহিনী বোনের কথার মাথামুণ্ডু কিচ্ছু না বুঝতে পেরে, সেঁজুতির মুখের দিকে হাঁ করে তাকিয়ে রইল।
সেঁজুতি তখন দিদিকে বুঝিয়ে বলল: "তোর মনে নেই, কেমিস্ট্রিতে একটা সল্টের ঠিকঠাক নেচার বুঝতে, বিভিন্ন রকম অ্যাসিড বারে-বারে মিশিয়ে দেখতে হয়। যখন ঠিক অ্যাসিডের এগেইনস্টে পজিটিভ রিয়্যাকশন আসে, তখনই সল্টের আসল বেস-গ্রুপটা চেনা যায়।"
বোনের মাস্টারি শুনে, সহিনী কেবল ঘাড়ই নাড়ল; মুখে কিছু বলল না।
সেঁজুতি তখন সোহিনীর কানে-কানে আবার বলল: "সামনের মঙ্গলবার জামাইষষ্ঠী আছে, ওইদিনই জামাইবাবুর ওপর একটা অ্যাসিড টেস্ট করব। তা হলেই সব কিছু দুধ-কা-দুধ, আর পানি-কা-পানি হয়ে যাবে, বুঝলি?"
সোহিনী বোনের রহস্যময় কথাটার বিশেষ কিছুই না বুঝতে পেরে, বোকার মতো শুধু মাথাই নাড়ল।
২.
প্রকাশ, শ্বশুরবাড়িতে আগেই জানিয়ে দিয়েছিল, সে জামাইষষ্ঠীর দিন কোনও মতেই শ্বশুরবাড়িতে নেমন্তন্ন খেতে আসতে পারবে না। এমনকি সে এখন সোহিনীকেও ফিরিয়ে নিয়ে যেতে চায় না।
সে এখন ভীষণই ব্যস্ত; প্রতিদিনই তাকে ওয়ার্ক-ফ্রম-হোম করতে হচ্ছে।
অগত্যা তাই জামাইষষ্ঠীর দিন সকালে, দই, মিষ্টি, আম, লিচু নিয়ে, সোহিনীর বাবা নবীনবাবুই জামাই প্রকাশের কাছে এলেন। কিন্তু প্রকাশ, নবীনবাবুর সঙ্গে কোনও রকম দেখাই করল না।
তখন দুপুরবেলা সোহিনীর মা নবনীতা দেবী একগাদা মাছ, মাংস, পোলাও, কোপ্তা রান্না করে নিয়ে, আবার জামাইয়ের দোরগোড়ায় গিয়ে হাজির হলেন।
কিন্তু প্রকাশ, শাশুড়িকেও কোনও পাত্তা দিল না।
এই সব কাণ্ড দেখে, সন্ধের মুখে সোহিনীর জাঠতুতো ভাই রকি, একটা ভালো কোয়ালিটির সিঙ্গল মল্টের বোতল, আর গরম-গরম রেশমি কাবাব নিয়ে, প্রকাশের ফ্ল্যাটের দরজায় টোকা মারল।
কিন্তু এই দূর সম্পর্কের শালাটিকেও, প্রকাশ দরজা থেকেই ঘাড়-ধাক্কা দিয়ে বিদেয় করে দিল।
অবশেষে সবাই যখন হার মানল, তখন সেঁজুতি, একটা ব্লো-হট্ মিনি-স্কার্ট, আর ভীষণ টাইট, ক্লিভেজ শোয়িং লাল টপ্ পড়ে, ঠিক রাত বারোটার সময়, জামাইবাবুর দরজায় গিয়ে নক্ করল।
আধা-ঘুমন্ত প্রকাশ, রীতিমতো অবাক হয়ে দরজা খুলে, বলল: "কী ব্যাপার? তুমি অ্যাতো রাতে?"
সেঁজুতি নিজের উদ্ধত বুকের ধাক্কায়, প্রকাশকে ভিতরদিকে ঠেলে দিয়ে, ওর ফ্ল্যাটের মধ্যে ঢুকে আসতে-আসতে বলল: "এই জামাইবাবু, তোমার কাছে ভালো এক্সট্রা ডটেড কন্ডোম আছে তো? নাকি আবার আমাকেই সেটা যোগাড় করতে এখন, এই অ্যাতো রাত্তিরে, বাইরে যেতে হবে?"
৩.
বলা বাহুল্য, সেঁজুতির মোক্ষম অ্যাসিড টেস্টে, শেষ পর্যন্ত প্রকাশের ‘ধাতু’, অর্থাৎ কিনা বেস্-গ্রুপ পাশ করেছিল!
এরপরই প্রকাশ ও সোহিনীর লিগাল ডিভোর্স হয়ে যায় এবং এখন বাড়ির সব লোকের অমতেই, সেঁজুতি, ওর থেকে পনেরো বছরের বড়ো জামাইবাবুর সঙ্গে খুল্লামখুল্লা লিভ-ইন করে!
সোহিনী আজকাল বাড়ির কাছে একটা প্রাইমারি কলেজে চাকরি নিয়েছে।
সেখানেই একদিন টিচার্সরুমে, রুমেলাদি মুখ লাল করে এসে বললেন: "জানো, আমার বরটা না একটা জানোয়ার! এতো বড়ো সাহস, কাল রাতে আমার গায়ে, হারামিটা হাত তুলতে এসেছিল!
আজকাল আর ও আমাকে একদমই ভালোবাসে না…"
কথাটা বলেই, রুমেলাদি ফুঁপিয়ে-ফুঁপিয়ে কাঁদতে লাগলেন।
তখন হঠাৎ করেই সোহিনীর নিজের বোন সেঁজুতির মুখটা মনে পড়ে গেল।
তাই ও রুমেলাদির দিকে ফিরে, গলাটাকে খাদে নামিয়ে, চটপট বলে উঠল: "আপনি কী কনকদার উপর একবার অ্যাসিড টেস্ট করে দেখবেন, নাকি? ওতে কিন্তু এ সব কেসে দারুণ ভালো কাজ দেয়।
চাইলে আমি এ ব্যাপারে আপনাকে অল্পসল্প হেল্পও করতে পারি!"(ক্রমশ)