14-11-2022, 11:21 AM
এই ধরনের থিমের উপর গল্প লেখার একজন সম্রাট আছে এই ফোরামে। এছাড়াও একদম শুরুর দিকের চরিত্রগুলি এবং কাহিনী বিন্যাস দেখে মনে হচ্ছে এরকম গল্প আগেও লেখা হয়েছে এখানে। তবে নিষিদ্ধ যৌন সুখের গল্প বরাবর সবাইকে আকর্ষণ করে। তাই বলবো অন্য কোনো লেখকের লেখনী এবং ঘটনাপ্রবাহ অনুসরণ বা অনুকরণ না করে একেবারে নিজের মতো লিখে যান। খুব ভালো শুরু, শুধু বানানের দিকে একটু নজর দেবেন। লাইক এবং রেপু দিলাম।