13-11-2022, 09:30 PM
(13-11-2022, 03:32 PM)Baban Wrote: অনেক ধন্যবাদ ♥️
হ্যা একদমই তাই। এটা ভৌতিক নয়, তন্ত্রের গল্প মূলত। সাথে উত্তেজক কিছু মুহূর্তের উন্মাদনা ও একটি ছেলের পরিবারের অদ্ভুত অতীত।
দাদা এই মুহূর্তে সেইভাবে লেখা হয়ে উঠছেনা। পরে দেখি যদি কিছু লিখি। নষ্ট সুখের পরে আর বড়ো গল্প বোধহয় লেখা হয়ে উঠবেনা সেইভাবে।
এই মুহূর্তে আর কিছু লিখবোনা। মানে বড়ো গল্প আর লেখা হয়ে উঠছেনা। মাঝে মধ্যে ছোটোখাটো কিছু লিখলেও লিখতে পারি।
আসলে গল্প লেখা তো আর অতটাও সোজা ব্যাপার নয়। উত্তেজনার বশে কোনো গল্প শুরু করে মাঝপথে থামিয়ে দেওয়া আমি অন্তত পছন্দ করিনা। হয় শুরু থেকে শেষ করবো, নয়তো শুরুই করবোনা। আমার আরও বেশ কয়েকটা গল্প আছে, ওগুলো পড়ুন। আশা করি ভালো লাগবে।
কি আর বলবো , আমি তো শুধু টুকলি করেই থাকি ..
তবে তোমার সিদ্ধান্ত ঠিক লাগছে , কয়েকটা দিন একটু বিশ্রাম দাও মগজকে
তবে টুকটাক যোগাযোগ রেখো