13-11-2022, 09:08 PM
(13-11-2022, 03:19 PM)Baban Wrote: আমি গুগল এ এটার বিষয় পড়েছিলাম। সময় ও পরিস্থিতির মেলবন্ধন বড়ো অদ্ভুত। এর অধীনে থাকা সকল জীবন পুতুল নাচ করা ছাড়া আর কিছুই করতে পারেনা। সম্পর্ক,নীতি,অনুভূতি, রিপু, ভালোবাসা সব কিছু পাল্টে ফেলতে পারে। তা সে পসিটিভ ক্ষেত্রে হোক বা নেগেটিভ। তবু এই প্রকৃতি চেষ্টা করে সবকিছুর ভারসাম্য বজায় রাখতে। যতই খারাপ সময় আসুক। তাই বোধহয় নিজেকে ধ্বংস করে হলেও তার কোলের জীবনকে রচনা ও রক্ষা করে চলে।
একদমই তাই, তোমার বক্তব্যের সঙ্গে সহমত।