13-11-2022, 06:26 PM
(13-11-2022, 03:08 PM)Baban Wrote: ছোটোর মধ্যে বেশ লাগলো পর্বটা। মাধুরীর মোহে পাগল শুভ মাঝপথে বাঁধা পেয়ে ওখানেই নিজেকেও থামিয়ে নেওয়ার মুহূর্তটা বেশ লাগলো। নারী মন নাকি অনেক বেশি ভাবে পুরুষ মন বুঝতে পারে, হয়তো কিছু ক্ষেত্রে বিপরীতটাও সম্ভব ❤
অবশ্যই পুরুষ মন বুঝে কিন্তু সমাজ পুরুষ কে এমন এক মোড়কে ঢেকে রেখেছে যেখানে পুরুষ ত্রুটিতেই পরিপূর্ণ। সে ভালোবাসতে জানে, দুঃখ কষ্ট ভাগ করে নিতে জানে, সম্মান দিতে জানে না, কারও সহায়ক হয়ে দাঁড়তে পারে না। শুধু পারে ভোগ করতে।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।