12-11-2022, 01:23 PM
(12-11-2022, 10:01 AM)ddey333 Wrote:
আমাদের না ছিল মান, না অভিমান, না ডিপ্রেশন। মার খেতাম আবার চোখে জল নিয়ে হেসেও ফেলতাম...
এখন আর মার খাই না
ভাল আছি?
জানিনা!!
এখন মার খেলে মানে সন্তানের চোখে ও সমাজের চোখে বাবা মায়ের থেকে কিংবা গুরুজনের থেকে বড়ো ভিলেন আর কেউ নেই। থাঙ্কস তো সিনেমা জগৎ বিশেষ করে বলিউড - আজ হিরো হিরোইন এর ভিলেন কোনো বাইরের অভদ্র শয়তান নয়, স্বয়ং জন্মদাতারা। কারণ তারা নাকি স্বপ্ন, প্রেম, বিয়ে সব কিছুতেই বাঁধা দেয়। ওরাই নাকি সর্বদা ভুল.....ওদের দেওয়া শাস্তি নাকি অপমান আর সন্তান সর্বদা সঠিক। তাদের কোনো ভুল থাকতেই পারেনা। বাবা মায়ের থাপ্পর নাকি নির্মম অত্যাচার!!
আমি সবার ক্ষেত্রে যে সমান তাও বলছিনা। অনেক বাবা মাই ভুল করে, একটু বেশি কঠোর হন কিন্তু সন্তান প্রতি ভালোবাসাও কি কম থাকে তাদের?