11-11-2022, 07:53 PM
(11-11-2022, 02:55 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote: ভৌতিক! ইহা শুনিবা মাত্র গা ছমছম করিয়া উঠে। আর শীতকালে তো ভূতের গল্পের জুড়ি নাই। তবে, একটী অভিযোগ আছে; যতবার শিহরণ আসিতেছিল, ততবার, অসীম ও ইত্যাদির কথোপকথন উহাতে ক্রমাগত চ্ছেদন ঘটাইতেছিল! ভাবিয়া দেখ, সঙ্গম নিমিত্তে আদর করিবা কালে কেহ যদি বারম্বার দরজার কড়া নাড়িয়া মনোপ্রবৃত্তির ষষ্ঠীপূজা করিয়া দেয় তবে কেমন লাগে!
লেখনী লহিয়া মন্তব্যঃ বৃথা, উহাতে তোমারে হারাইবে কে! হারাধনবাবুর গতরধন হারা হইয়াও যে মামাকে রক্ষা করিয়াছেন ইহাই এই কাহিনীকে আরো সুন্দর করিয়াছে।
এই শীতে আরও দু'চারিটা ভৌতিক রচনা করিয়া দাও আমরা পাঠ করিয়া চমকিত আর শিহরিত হইতে থাকি।
হাহাহা
এইটা দারুন বলেছো। মাঝ পথে বিরতি বড়োই অসহ্যকর। কিন্তু তুমিই ভেবে দেখো সবাই মিলে আড্ডা দিচ্ছে আর গল্প শুনছে। এর মাঝে টুকটাক একটু প্রশ্ন বান ছুটে আসা কি স্বাভাবিক নয়? আমি যতটা স্বভাবিক রাখার চেষ্টাই করেছি শুধু।
নিজের লেখা বলেই বলতে পারি এটা মোটেও আমার সেরা ভুতের গল্প নয়। জাস্ট টাইম পাস একটা গল্প। এর থেকে বেশি ভয় তো আমার উপভোগ গল্পে ছিল। ডান্ডা দাঁড়ানোর সহিত ভয়ের কম্পন। হোয়াট অ কম্বিনেশন
আর ভয় গল্পটাও আছে। এই আসন্ন শীতে সেগুলির দিকেও চক্ষুদান করিতে পারো