11-11-2022, 06:13 PM
(11-11-2022, 11:17 AM)ddey333 Wrote: বসে আছি একদম চিপকে !!
এইতো রান্না বসাবো এবার
(11-11-2022, 12:19 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote: যাঁহার তিথির ভেদাভেদ নাই তিনিই অতিথি। আর যিনি সেই অসাধারণ সৃষ্টির নিৰ্ম্মাণ করিয়া থাকেন তিনি তো নমস্য। মাধুরীকে বাস্তবিক মাধুরী মিশায়েই রচনা করা হইয়াছে। শুভর বিজয় হইবে ইহাই স্বাভাবিক। লেখনীগুণের বারি বৃষ্টিতে সকলই নির্ম্মল হইতেছে, আর কাব্যখানিতো বড়ই সুন্দর। এই অধম আপনার সাহিত্য যত পড়িতেছে ততই নিজেকে ভাগ্যবান ভাবিতেছে।
পরবর্ত্তীর অপেক্ষায় রহিলাম।
আপনার বদান্যতা....
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।