11-11-2022, 05:53 PM
(11-11-2022, 04:01 PM)Sanjay Sen Wrote: দেখো বন্ধু, আমি স্পষ্ট কথা বরাবর স্পষ্ট ভাবে বলতে ভালোবাসি। তাতে কার ভালো লাগলো আর কার খারাপ লাগলো তাতে আমার বাল ছেঁড়া যায়। এখানে তো বহুদিন ধরে আছি, বহু লেখা পড়েছি/পড়ছি। কিন্তু লেখার মাধ্যমে এইরকম 'মন নিয়ে খেলতে' আমি কাউকে দেখিনি। অর্থাৎ মনের গভীরে ঢুকে গিয়ে সে কি বলতে চাইছে এবং যার সম্বন্ধে বলতে চাইছে এই দুটো দিক তুলে ধরে এরকম অপূর্ব রূপকের ব্যবহার করা বোধহয় আর কারোর পক্ষে সম্ভব নয়। না একটু ভুল বললাম, আরেকজন আছে তিনি হলেন Jupiter10 , উনার বর্ণনাগুলো এবং পারস্পরিক কথোপকথন অনবদ্য। কিন্তু যেহেতু উনি অজাচার লেখেন তাই পড়তে পারিনা।
যাই হোক, এতক্ষণ অনেক ভালো ভালো কথা বললাম, এবার তোমার মুণ্ডুপাত করবো। আজকের পর্বের শুরুটা দুর্দান্তভাবে হয়েছে শেষের চমকটাও তথৈবচ। কিন্তু মাঝখানে এসব ছাইপাঁশ কি লিখলে? একশ্রেণীর পাঠক টেনে নিজের উপন্যাসের views বাড়ানোর জন্য, তার সঙ্গে লাইক এবং রেপুর সংখ্যা বাড়িয়ে নেওয়ার জন্য মাঝের ওই প্রতিমা না কি যেন নাম ওই চরিত্রটাকে ঢোকানোর কি খুব দরকার ছিলো? ভবিষ্যতে এই চরিত্রটা কি আদৌ কোনো ইমপ্যাক্ট সৃষ্টি করতে পারবে এই কাহিনীতে? এটা অনেকটা কমার্শিয়াল সিনেমার গানের মতো হয়ে গেলো - কোনো কারণ ছাড়াই নায়িকাকে শিফনের শাড়ি পড়িয়ে, বৃষ্টিতে ভিজিয়ে দুটো ডান্স সিকোয়েন্স রাখতে পারলেই সিনেমা হিট করানো যাবে।
তুমি এখন যে পর্যায়ে পৌঁছে গেছো তোমাকে কাহিনীর মধ্যে অহেতুক সেক্স সিকোয়েন্স ঢুকিয়ে দিয়ে উপন্যাস হিট করানো দরকার নেই। পাবলিক এমনি তোমার গল্প পড়ে এবং পড়ছে। না হলে এত কম সময়ে এত ভিউস বাড়তে পারে না। অনেক খারাপ কথা বলে ফেললাম, প্লিজ কিছু মনে করো না।
এতদিন ধরে লেখা এতগুলো উপন্যাসে এই প্রথম কেউ আমার সামনে এইভাবে কথা বললো। যে গরু দুধ দেয়, তার লাথি তো সহ্য করতেই হবে। ধুর, কি সব ভুলভাল বলছি .. আসলে আমি বলতে চাইছি তুমি এই ফোরামে সেরা পাঠকদের মধ্যে একজন। তাই তুমি যখন বলছো তখন যথার্থই বলছো। এটা নিয়ে আমি কোনো তর্কে যাবো না। তবে যে চরিত্রটির কথা তুমি বললে, সেই চরিত্র এই উপন্যাসে ভবিষ্যতে ছাপ ফেলতে পারবে কি পারবে না আমি জানিনা , তবে তার পরিবারের তো কেউ ছাপ .. এর বেশি আর কিছু বলাটা উচিৎ হবে না এখনি। পিকচার তো আভি বহুত বাকি হ্যায় মেরে দোস্ত। সঙ্গে থাকো