11-11-2022, 04:05 PM
(03-04-2022, 09:32 PM)Baban Wrote:নিজের ঘরে বসে বাবলি। বই খোলা মুখের সামনে কিন্তু মন অন্যেদিকে। আজ থেকে অনেক বছর আগে। সেদিনের বাবলি সেই প্রথম দেখেছিলো বাবার বন্ধুকে। বাবার থেকেও প্রায় এক হাত লম্বা হালকা চেহারার লোকটাকে। একটা মোটা গোফ আর বড়ো বড়ো চোখ, কোঁকড়ানো বাকব্রাশ করা চুল আর গালে অসংখ্য স্পট পড়া লোকটাকে। যদিও সেদিনের সেই বাচ্চা মেয়েটা কিছুই না বুঝে আঙ্কেল বেরিয়ে যেতেই আঁকার খাতা বার করতে ব্যাস্ত হয়ে গেছিলো কিন্তু আজকের বাবলির কানের সামনে যেন সেই আওয়াজটা আজও ভাসে..... চিইইইক!! চেন টানার আওয়াজ।
চলবে.....
বন্ধুরা জানাবেন কেমন লাগছেভালো লাগলে লাইক রেপু দিয়ে উৎসাহিত করবেন
সদ্য তোমার নষ্ট সুখের সাগরে গা ডুবাইলাম। সুবিমলের ন্যয় চরিত্র দিকে দিকে রহিয়াছে। বর্ণনা অপরূপ দিয়াছ, পড়িতে পড়িতে বাস্তবিক চক্ষুসমীপে ঘটনাপ্রবাহ ভাসিয়া উঠে।