11-11-2022, 02:55 PM
ভৌতিক! ইহা শুনিবা মাত্র গা ছমছম করিয়া উঠে। আর শীতকালে তো ভূতের গল্পের জুড়ি নাই। তবে, একটী অভিযোগ আছে; যতবার শিহরণ আসিতেছিল, ততবার, অসীম ও ইত্যাদির কথোপকথন উহাতে ক্রমাগত চ্ছেদন ঘটাইতেছিল! ভাবিয়া দেখ, সঙ্গম নিমিত্তে আদর করিবা কালে কেহ যদি বারম্বার দরজার কড়া নাড়িয়া মনোপ্রবৃত্তির ষষ্ঠীপূজা করিয়া দেয় তবে কেমন লাগে!
লেখনী লহিয়া মন্তব্যঃ বৃথা, উহাতে তোমারে হারাইবে কে! হারাধনবাবুর গতরধন হারা হইয়াও যে মামাকে রক্ষা করিয়াছেন ইহাই এই কাহিনীকে আরো সুন্দর করিয়াছে।
এই শীতে আরও দু'চারিটা ভৌতিক রচনা করিয়া দাও আমরা পাঠ করিয়া চমকিত আর শিহরিত হইতে থাকি।
লেখনী লহিয়া মন্তব্যঃ বৃথা, উহাতে তোমারে হারাইবে কে! হারাধনবাবুর গতরধন হারা হইয়াও যে মামাকে রক্ষা করিয়াছেন ইহাই এই কাহিনীকে আরো সুন্দর করিয়াছে।
এই শীতে আরও দু'চারিটা ভৌতিক রচনা করিয়া দাও আমরা পাঠ করিয়া চমকিত আর শিহরিত হইতে থাকি।